অনশনে বসলেই মাইনে বাড়ানো সম্ভব নয়

রাজীব মুখার্জী, হাওড়া-শনিবার পার্শ্বশিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে কল্যাণী। এরপর পুলিসের লাঠিচার্জ, ধস্তাধস্তিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিক্ষুব্ধ আন্দোলনকারীদের একের পর এক ভিডিও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। সোমবার হাওড়ার প্রশাসনিক বৈঠকে সেই প্রসঙ্গই টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বিক্ষোভকারী শিক্ষকদের তোপ দেগে তিনি বলেন “ক্লাস বাদ দিয়ে আন্দোলন কেন? প্যারা টিচারদের সম্মান করি বলেই তৃণমূল আমলে মাইনে বাড়ানো হয়েছে, তা সত্বেও কেন সব বন্ধ করে আরও চাওয়া হচ্ছে।

” পাশাপাশি এ দিন মোদী সরকারকে বিঁধে নেত্রীর অভিযোগ, “কেন্দ্র সর্বশিক্ষা অভিযানের টাকা দেয়নি। রাজ্য সরকার টাকা পাবে কোথা থেকে।” কালো ব্যাচ পরে ক্লাস করানোয়, ছাত্রদের কাছে ভুল বার্তা যাচ্ছে বলেই মনে করছেন মুখ্যমন্ত্রীর।

শনিবার সল্টলেকের বিকাশ ভবনের সামনে অনশন আন্দোলনে বসেন বিভিন্ন জেলার পার্শ্ব শিক্ষকরা। দাবি, পূর্ণ সময়ের শিক্ষকের মর্যাদা দিতে হবে তাঁদের। বিকেলেই সেখান থেকে তাদের তুলে দেয় পুলিস। বিকাশ ভবন থেকে তাঁরা চলে যান ব্যারাকপুরে। সেখানেও তাঁদের বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ।

Screenshot 2019 0819 210548এরপর তাঁর চলে যান কল্যাণী। সন্ধে নাগাদ কল্যাণী স্টেশন সংলগ্ন বাস টার্মিনাসে অনশনে বসেন পার্শ্বশিক্ষকরা। শিক্ষকরা বাস টার্মিটাসে বসতেই সেখানে চলে আসে কল্যাণী থানার পুলিস। শুরু হয় লাঠিচার্জ।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর