মিডডে মিলে দেওয়া হচ্ছে নুন ভাত,খবর পেয়ে হানা সাংসদের,তৃনমুল নেতারা চুরি করছে দাবী লকেটের

বাংলা হান্ট- দীর্ঘ দিন ধরে স্কুলে দেওয়া হচ্ছে ফ্যান নুন ভাত। এমনকি স্কুলে দেওয়া ২৫৭ বস্তা চালের কোন হিসেব পাওয়া যাচ্ছে না। এই নিয়ে শুরু হয়েছে চাপানোত্তর।

কাল দুপুরে হুগলি জেলার সাংসদ লকেট চট্টোপাধ্যায় অাচমকাই চুঁচুড়া বালিকা বানী বিদ্যামন্দির স্কুল যান।
সেখানে সেই সময় ছাত্রী দের মিডডে মিলের খাবার দেওয়া হচ্ছিল।
তিনি দেখেন সেখানে ছোট ছোট ছাত্রীদের শুধুমাত্র ফ্যান ভাত নুন দেওয়া হয়েছে।স্কুলের ক্লাস রুমের বোর্ডেও অাজকের মেনু ভাত নুন দেওয়া লেখা রয়েছে।

বিষয়টি দেখে বিষ্মিত সাংসদ স্কুল কতৃপক্ষের কাছে জানতে চান কেন এই খাবার দেওয়া হচ্ছে। যদিও এর সদুত্তর তিনি কারো কাছ থেকেই পাননি। এমনকি তিনি জানতে পারেন ছোট ছোট শিশুদের জন্য বরাদ্দ ২৫৭ বস্তার চালের কোন হিসেব পাওয়া যাচ্ছে না। এর পরেই বিষয়টি সবর হব সাংসদ। তিনি বলেন অবিলম্বে তদন্ত করতে হবে কেন এই ঘটনা ঘটছে।

Screenshot 2019 0820 113523তিনি এটাও বলেন এর শেষ দেখে ছারবেন। যদিও স্কুলেই এক শিক্ষিকার দাবি দু এক দিন এই খাবার দেওয়া হচ্ছে। তার অাগেও ভাতের সাথে ডিম ও ডাল দেওয়া হয়েছে।

Udayan Biswas

সম্পর্কিত খবর