বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি অভিনেত্রী বিদ্যা বালানের মুক্তি ছবি মিশন মঙ্গল মুক্তি পেয়েছে। বক্স অফিসে সফল হওয়ার পাশাপাশি ছবিতে তাঁর অভিনয়ও দর্শকের মনে দাগ কেটেছে।
এবার প্রশ্ম জাতীয়তাবাদ বলতে অভিনেত্রী কী বোঝেন? সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাত্কারে বিদ্যা জানালেন, তাঁর মতে ছবির মধ্যে জাতীয়তাবাদের ছোঁয়া থাকা উচিত, সিনেমা হলে নয়।‘ভারতীয় হিসেবে এমন অনেক কিছুই আছে, যা নিয়ে আমরা গর্বিত হতে পারি। কিন্তু সবসময়ে তা আমরা হইনা। সারা দুনিয়ায় যখন ঘুরে বেড়াবেন, তখন অনুভবকরবেন ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে ভারত কত সুন্দর। দেশের এই ঐশ্বর্যকে উদযাপন করা উচিত আমাদের। ’ অভিনেত্রী আরও বলেন ‘আমার মনে হয়, বর্তমান সময়ে ধর্মকে যে ভাবে ব্যাখ্যা করা হচ্ছে, সমস্যা সেখান থেকেই তৈরি হচ্ছে। এমন অনেকেই আছেন যাঁরা নিজেদের ধার্মিক বলতে কুন্ঠাবোধ করছেন। আমারও এমন অনুভূতি হয় মাঝেমাঝে। ধার্মিক হওয়ার সঙ্গে যেন জোর করে অসহিষ্ণুতাকে জড়িয়ে ফেলা হচ্ছে।’।