চেনা রূপে রূপসা হয়ে গেলেন অচেনা

বাংলা হান্ট ডেস্ক :- অতি জনপ্রিয় অভিনেত্রী টলি পর্দার রূপসা চক্রবর্তী এবার অন্য রকম একটি চরিত্রে অভিনয় করতে চলেছেন স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘অগোছালো’-তে।

জীবন সাধারণত অগোছালো-ই থাকে অধিক সময়ে। কেউ কেউ গুছিয়ে নিতে পারেন, কারও আবার গুছিয়ে নেওয়ার পরেও মনে হতে পারে সব কিছু ‘অগোছালো’। আসলে এই গুছিয়ে নেওয়াটা সাময়িক বা পুরোটাই পরিস্থিতির উপর নির্ভর করে। পুরোটাই ভালো-মন্দ বা সময়ের উপর নির্ভর করে।

IMG 20190820 WA0113এই প্রেক্ষাপটেই আসতে চলেছে মন্দার বন্দ্যোপাধ্যায়ের স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘অগোছালো’, মুখ্য চরিত্রে রয়েছেন বাদশা মৈত্র ও রূপসা চক্রবর্তী।

Udayan Biswas

সম্পর্কিত খবর