যোগদান করার ৬ দিনের মাথাতেই বিজেপির ওপর রেগে লাল বৈশাখী বন্দ্যোপাধ্যায়

 

বাংলা হান্ট ডেস্কঃ সব জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগদান করেছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় তার ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তবে যোগদান করার ৬ দিনের মাথাতেই বদলে গেল চিত্র। গেরুয়া শিবিরের উপর বেজায় চটলেন বৈশাখী দেবী।

প্রসঙ্গত, রাজ্য বিজেপির তরফ থেকে শোভন চট্টোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হবে অথচ সেই অনুষ্ঠানে যাওয়ার ডাক পাননি শোভন ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী। আর তাতেই চরম অপমানিত বোধ করেছেন বৈশাখী দেবী।

Baishakhi Banerjee 2 700x467

পরে সংবর্ধনা অনুষ্ঠানে বৈশাখী দেবীর নাম যুক্ত হলেও তিনি নেতৃত্ব কে স্পষ্ট জানিয়ে দেন যে,” তিনি এই অনুষ্ঠানে যাবেন না। শোভনবাবু কেও সেই কথা বলেন তিনি। এছাড়া বৈশাখী দেবী বলেন, “আমি জুতো মেরে গরু দানে বিশ্বাসী নই। বিজেপিতে হয়তো আমার কোনো সম্মানের জায়গা নেই।” ৬ দিনের মাথাতেই বৈশাখী দেবীর ভোল বদলে জলঘোলা হয়েছে রাজনৈতিক মহলে।

সম্পর্কিত খবর