আসামের বন্যার জন্য ২ কোটি আর্থিক সাহায্য করলেন অক্ষয় কুমার

বাংলা হান্ট ডেস্ক: খুব ভালো ব্যবসা করেছে অক্ষয় কুমারের ‘মিশন মঙ্গল’। সম্প্রতি কমপক্ষে ৯০ জনের প্রাণ গিয়েছে অসমের ভয়াবহ বন্যায়। এবার আসাম বাসিন্দাদের পাশে দাঁড়ালেন অভিনেতা অক্ষয় কুমার। বন্যাবিধ্বস্ত রাজ্যকে ২ কোটি এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আলাদা করে ২ কোটি আর্থিক সাহায্য করলেন তিনি।

Screenshot 2019 08 20 21 21 18 354 com.google.android.googlequicksearchbox

সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নে অক্ষয়ের পবলেছেন,”সত্যি বলতে টাকাটা দিয়ে আমার ভালো লাগছিল না। তবে অসমের মুখ্যমন্ত্রী যখন ফোন করে জানালেন যে আমায় দেখে আরও অনেকেই এগিয়ে এসে আর্থিক সাহায্য করেছেন, সত্যিই ভালো লেগেছিল। ‘কপিল শর্মার শো’য়ে আমাকে ধন্যবাদ জানান অসমীয়া সংগীতশিল্পী বর্ণালী দেউরি। আমি বন্যাবিধ্বস্ত রাজ্যের ছবি দেখে আতকে উঠেছিলাম। আমার পরিবারের সঙ্গেও তো হতে পারে এই অবস্থা”।

অভিনেতার মতে, “২ বা ৫ লাখ, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। ঈশ্বর আমায় অনেক টাকা দিয়েছেন। তাই আমি চেষ্টা করি। এত নিয়ে কোথায় যাব?”

সম্পর্কিত খবর