“শোভন বৈশাখী ডাল ভাতের মত” ঃ দিলীপ ঘোষ

 

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগদান করেছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জি ও তার ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তবে যোগদান করার ৬ দিনের মাথায় বৈশাখী দেবী বেজায় চটেছেন ভারতীয় জনতা পার্টির ওপর। কারণ হিসেবে জানা গিয়েছে, বঙ্গ বিজেপির তরফ থেকে শোভন চট্টোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়ার কথা হয় তবে সেই অনুষ্ঠানে যাওয়ার নিমন্ত্রণ পায় না তার বান্ধবী বৈশাখী। এতেই চরম অপমানিত বোধ করেন তিনি।

 

পড়ে বৈশাখী দেবীর নাম যুক্ত করা হলে বিজেপি নেতৃত্বকে ও শোভনবাবুকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ওই অনুষ্ঠানে তিনি যাবেন না। এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, “দুজনকেই একসঙ্গে বলা হয়েছে।

imagecf41ff3e 1835 4139 9324 f4347b08bb49

কাউকে আলাদা করে বলা হয়নি। শোভনদা ও বৈশাখীদি আলাদা নাকি! ওরাতো ডাল ভাতের মত। বৈশাখী দেবীর ক্ষোভ থাকলে তা মিটিয়ে নেওয়া হবে দলের তরফে।”

সম্পর্কিত খবর