বাংলা হান্ট ডেস্ক: প্রায় চার দশক ধরে হিন্দি ফিল্মের পর্দায় গজলকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মহম্মদ জহুর হাশমি খৈয়াম। হিন্দি ফিল্মের উৎসাহীরা যাঁকে চেনেন খৈয়াম নামে। তাঁর সঙ্গে ছিল, কাইফি আজমি বা জান নিসার আখতারের মতো কবির লেখনী। তবে শুধু গজল নয়, সুরের সৃষ্টিতে খৈয়াম অমর করেছেন বহু সাধারণ মানের লেখনীও।
গত জুলাইয়ের শেষ দিকে ফুসফুসের সংক্রমণ নিয়ে মুম্বইয়ের জুহুতে এক হাসপাতালে ভর্তি ছিলেন খৈয়াম। সে সময় থেকেই আইসিইউ-তে ছিলেন তিনি। সোমবার রাতে প্রয়াত হন খৈয়াম। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে , তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। ভেন্টিলেশনে রাখা হয়েছিল খৈয়ামকে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 92 বছর। আজ মুম্বইয়ে খৈয়ামের শেষকৃত্য সম্পন্ন হবে।
লতা মঙ্গেশকর তার টুইটার হ্যান্ডেলে শ্রদ্ধাঞ্জলী জানালেন।
Isiliye Meer Taqi Meer jaise mahan shayar ki shayari unhone filmon mein laayi. Dikhayi diye yun,jaisi khubsoorat ghazal ho ya apne aap raaton mein jaise geet ,Khaiyyam sahab ka sangeet hamesha dil ko choo jaata tha.Raag Pahadi unka pasandida raag tha.
— Lata Mangeshkar (@mangeshkarlata) August 19, 2019
১৯৬১-তে রমেশ সহগলের ফিল্ম ‘শোলা অউর শবনম’-এর গানে সুর দিয়ে নজর কাড়েন তিনি। সেই শুরু! এর পর ‘ত্রিশূল’, ‘বাজার’, ‘উমরাও জান’, ‘নুরি’, ‘রাজিয়া সুলতান’— একের পর এক ফিল্মে দর্শককে বেঁধেছিলেন তাঁর সুরের জালে। পেয়েছেন জাতীয় পুরস্কার, সঙ্গীত নাটক অ্যাকাডেমি বা পদ্মভূষণ সম্মান। খৈয়ামের মৃত্যুতে হিন্দি ফিল্মের জগতে আজ বিষণ্ণতার সুর!