লকেট হানার পর ১০০টি বিদ্যালয়ে সরকারি অফিসারদের হানা,কড়া নির্দেশ মমতার

বাংলাহান্ট- চুঁচুড়ার বালিকা বানী বিদ্যা মন্দিরের মিড ডে মিলে নুন ভাত খাওয়ারে ঘটনায় সংবাদ মাধ্যমে প্রসারিত হওয়ার পরই বিভিন্ন স্কুলে মিড ডে মিলের খোজ খবর নিতে শুরু করলেন সরকারি আধিকারিক ।

860542 locket chaterjee
এদিন হুগলির উত্তরপাড়া পৌরসভার কোতরং এলাকার বেশ কিছু স্কুলে দেখাগেল তেমনি ছবি ।যেমন হিন্দ মোটর নন্দন কানন যশাই দেবি অথবা কোতরং দুই নম্বর কলোনির বাপুজী প্রাথমিক বিদ্যালয়ে সবেতেই গিয়ে খাওয়ারের মান ,পরিমাপ এমন কি খাওয়ার তালিকা পর্যন্ত দেখেন ফুড অ্যান্ড সাপ্লাই দপ্তরের ইন্সপেক্টর কৃষ্ণেন্দু দে ।

এমনকি স্কুলের ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলেন যে তাদের প্রতি দিন কি খাওয়ার দেওয়া হচ্ছে ।সেই পরিমাণ টা কত সেই খাওয়ারে তাদের পেট ভরে কি না।Hoogly School
তবে স্কুল গুলিতে ইন্সপেক্সন করে কৃষ্ণেন্দু বাবু বলেন যথেষ্ট পরিমাণে খাওয়ার দেওয়া হচ্ছে এবং পরিস্কার পরিচ্ছন্ন ভাবে দেওয়া হচ্ছে তবে চুঁচুড়ার ঘটনায় তিনি কিছু বলতে চাননি ।

mid day meal1
গত সোমবার চুঁচুড়ার বালিকা বিদ্যামন্দির স্কুলে মিড ডে মিলে নুন ভাত আবার কখনো ফ্যান ভাত খাওয়ানোর অভিযোগ উঠেছিল চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকা সহ বিভিন্ন জেলাতেও।এই ঘটনায় ছুটে আসেন হুগলির সাংসদ ।

এর পরেই নরে চরে বসে সরকার আজ থেকে শুরু করে বিভিন্ন স্কুলে মিড ডে মিলের রান্না ও খাওয়ারের গুনগত মান খাওয়ার তালিকা চেকিং।


Udayan Biswas

সম্পর্কিত খবর