বাংলা হান্ট ডেস্ক: কাশ্মীর নিয়ে সমালোচনা বেড়েই চলেছে অন্দরমহলে। সমগ্র কংগ্রেস নেতৃত্ব মোদি সরকারের বিরুদ্ধে কথা বলেছে পি চিদম্বরমের গ্রেফতারি নিয়ে। গতকাল চিদম্বরমকে গ্রেফতার করেছে সিবিআই। এরপরই কংগ্রেস আক্রমণ করেছে বিজেপিকে। তবে এবার এমন ঘটনাগুলির রংবদল ঘটলো, প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী জয়রাম রমেশ এবার প্রশংসা করলেন নরেন্দ্র মোদির, যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
একটি বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসে রমেশ বলেন, ‘প্রত্যেক পরিস্থিতিতে মোদিকেই খারাপ বলা চলে না। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত ভালোই কাজ করেছে মোদি, সেগুলি আমাদের স্বীকার করা উচিৎ। এই কাজগুলির জন্যেই প্রায় ৩০% এর বেশি ভোট নিয়ে তিনি দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেছেন।’
শুধু তাই নয়, তিনি আরও বলেছেন, “মোদি যেভাবে মানুষের সঙ্গে কথা বলেন তা যথেষ্ট স্পর্শকাতর। উনার এমন অনেক কাজ আছে যা অতীতে কোনদিন করা সম্ভব হয়নি। সুতরাং প্রত্যেক পরিস্থিতিতে মোদিকেই খারাপ বলা চলে না।’ এছাড়াও প্রধানমন্ত্রীর উজ্জ্বল যোজনা একটি সফল প্রকল্প তা অনস্বীকার্য বলে উল্লেখ করেছেন তিনি।