বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তানের মানবাধিকার সংক্রান্ত মন্ত্রকের মন্ত্রী শিরিন মাজারি এই বিষয়ে রাষ্ট্রসংঘকে চিঠি লেখেন। চিঠিতে বলা হয়, প্রতিষ্ঠানের ‘গুড উইল অ্যাম্বাসাডর’ প্রিয়ঙ্কা চোপড়াকে যেন তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়।এরপরই বলিউডের তরফে পাকিস্তানের প্রতি একের পর এক তোপ দাগেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। এবার তোপ দাগলেন জাভেদ আখতার।
ঘটনার সূত্রপাত ২৬ ফেব্রুয়ারি ২০১৯ তে। যেদিন পুলওয়ামায় জঙ্গি হামলার জবাবে ভারত পাকিস্তানে ঢুকে পাল্টা বালাকোটে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে আসে। সেদিন প্রিয়ঙ্কা একটি টুইটে ‘জয় হিন্দ’ লিখে ভারতীয় সেনাকে কুর্ণিশ জানান। সেই পুরনো টুইট ফের একবার তুলে এনে কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির পর এক পাকিস্তানি মহিলা প্রথমবার প্রিয়ঙ্কার বিরুদ্ধে পরমাণু যুদ্ধে উস্কানির অবিযোগ তোলেন।
এই ঘটনার অভিযোগেই পাকিস্তান রাষ্ট্রসংঘের ‘গুড উইল অ্যাম্বাসাডর’পদ থেকে প্রিয়ঙ্কাকাকে সরিয়ে দেওয়ার দাবি তোলেন। এই প্রসঙ্গে জাভেদ আখতার বলেন,”যদি ওঁর (প্রিয়ঙ্কা)মন্তব্য পাকিস্তানের খারাপ লাগে, তাহলে ওঁরা যা খুশি কররা করে নিক”।
এরআগেও জাভেদ বলেন,”আমি প্রিয়ঙ্কা চোপড়াকে ব্যক্তিগতভাবে চিনি। তিনি একজন সাংস্কৃতিক মনস্ক , শিক্ষিত ব্যক্তিত্ব। সবচেয়ে বড় ব্যাপার তিনি একজন ভারতীয়। যদি কোনও নিয়ে কোনও বিতর্ক হয় একজন সাধারণ ভারতীয় (প্রিয়ঙ্কা) আর পাকিস্তানির মধ্যে , তাহলে অবশ্যই তাঁর ভাবনা চিন্তা ভারতের পক্ষেই যাবে”।