বাংলা হান্ট ডেস্ক: বিয়ে হবে না জেনেও কোনও মহিলা স্বেচ্ছায় শারীরিক সম্পর্কে লিপ্ত হলে, পরে ধর্ষণের অভিযোগ আনতে পারেন না তিনি। একটি মামলার রায় দিতে গিয়ে এই কথা জানাল সুপ্রিম কোর্ট। সব জেনেশুনে নিজে থেকে শারীরিক সম্পর্ক বজায় রাখলে পুরুষটির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা যাবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
সিআরপিএফ-এর ডেপুটি কম্যান্ড্যান্টের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন সেলস ট্যাক্সের অ্যাসিসট্যান্ট কমিশনার। ২০০৮ সালে তিনি মহিলাটিকে মিথ্যা বিয়ের স্বপ্ন দেখিয়ে সম্পর্কে জড়িয়েছিলেন, বলে দাবি করেন মহিলা। ছয় বছর ধরে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল এবং একাধিকবার তাঁরা পরস্পরের বাড়িতে রাত কাটিয়েছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড় এবং বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় জানান যে এর থেকে স্পষ্ট দুজনের সম্মতিতেই শারীরিক সম্পর্ক হয়। ওই মহিলাকে যে তিনি বিয়ে করতে পারবেন না তা আগেই জানিয়ে দিয়েছিলেন সিআরপিএফ-এর ডেপুটি কম্যান্ড্যান্ট। তার পরেও তাঁদের মধ্যে সম্পর্ক বজায় ছিল।
২০১৬ সালে অন্য এক মহিলার সঙ্গে ওই ব্যক্তির বিয়ে ঠিক হওয়ায় তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন সেলস ট্যাক্সের অ্যাসিসট্যান্ট কমিশনার। ওই মহিলার আনা অভিযোগ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।