বাংলা হান্ট ডেস্ক:চেতন ভগতের বিখ্যাত বই ‘হাফ গার্লফ্রেন্ড’ নিষিদ্ধ ঘোষণা করা হল রেলস্টেশনে। জানা গিয়েছে, রেলে যাত্রীদের সুযোগ–সুবিধা দেখার দায়িত্বে যিনি রয়েছেন, তিনি বইটির সম্পর্কে কোনও কিছু না জেনেই বলেন অত্যন্ত অশ্লীল বই এবং নিদেশ দেন যে স্টেশনের সব দোকান থেকে এই বই সরিয়ে দেওয়া হোক।
রেলের যাত্রী সেবা সমিতির চেয়ারপার্সন রমেশ চন্দ্র রতন খুবই সংস্কারি এক ব্যক্তি। তাঁর চেতন ভগতের এই ‘হাফ গার্লফ্রেন্ড’ বইটি নিয়ে খুব চিন্তা ছিল। তাঁর মতে এই বইটি সাধারণের মনে কুপ্রভাব ফেলবে এবং স্টেশনে সবচেয়ে বেশি সাধারণ মানু্ষ যাতায়াত করেন তাদের ওপর যথেষ্ট প্রভাবশালী হলে এই বই।
সম্প্রতি রমেশ চন্দ্র দিল্লি স্টেশন পরিদর্শনে এসেছিলেন। সেখানেই তিনি দেখেন বিভিন্ন বইয়ের দোকানে এই বইটি বিক্রি হচ্ছে। তিনি হঠাৎই খুব রেগে যান এবং বইটিকে অশ্লীল বলে তা নিষিদ্ধ করার কথা বলেন তৎক্ষণাৎ। তিনি বলেন, ‘হাফ গার্লফ্রেন্ড বইটির মাধ্যমে সমাজে ভুল বার্তা যাবে।