বাংলাহান্ট ডেস্ক: সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে মায়ানমারে মুসলিমদের উপর চালানো হচ্ছে অত্যাচার। প্রায় এক দশক ধরে চলে আসছে অত্যাচার। ধর্ষণ, হত্যা, অগ্নিসংযোগ এরকম বহু নির্যাতনের মুখে পড়ে পালিয়ে আসছে বাংলাদেশী, রোহিঙ্গা, মুসলিম ও সংখ্যালঘু বৌদ্ধরা। এমনকি মায়ানমারের মুসলিম সংবাদদাতাদের ওপরেও চালানো হয়েছে নির্যাতন।
নির্যাতিত সাংবাদিক বিবিসিকে বলেন,
“২০১৬ সালের দিকে হঠাৎ করেই আমাকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা শুরু হল। ফেসবুকে আমার ছবি ছড়িয়ে পড়ল। তারপর থেকে আমাকে লক্ষ্যবস্তু করা হল। থানায় নিয়ে যে আমাকে টানা ১১ দিন জেরা করা হলো। সরকারি কর্তাদের মনে যেন মুসলিমদের বিরুদ্ধে এক প্রকার বিদ্বেষ জন্মেছে।”
মায়ানমারের এক মানবাধিকারকর্মী বলেছেন,” অফিসে চাকরির জন্য আবেদন করেন। আর আপনি যদি মুসলিম হন, তাহলে চাকরি হয়ত আপনি পাবেন না।”
প্রায় ১১ লাখেরও বেশি রোহিঙ্গা বর্তমানে মায়ানমার ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মায়ানমারের মুসলিম বলেছেন, আমরা নিজেদের এদেশের নাগরিক মনে করলেও মায়ানমার সরকার আমাদের অন্য কিছু ভাবে। এরকম বৈষম্য চলতে থাকলে মুসলিমরা আরো বেশি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।