চিদাম্বরমের গ্রেফতারি খুবই হতাশাজনক, দুঃখজনক, গণতন্ত্র আজ কাঁদছে: মমতা ব্যানার্জী।

কংগ্রেসের বরিষ্ট নেতা পি চিদাম্বরম, যিনি দেশের পূর্ব অর্থ মন্ত্রী ছিলেন, তাকে INX মিডিয়া দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। চিদাম্বরম এর আগে নিম্ন আদালত থেকে প্রায় ২০ বারেরও বেশি বার জামানত নিয়েছেন কিন্তু এবার দিল্লী কোর্ট তার জামানতের আবেদনকে বাতিল করে দেয়।  সিবিআই তার বাড়িতে ঢুকে গ্রেপ্তার করে। জামানত বাতিল হওয়ার পর তিনি পলাতকও হয়ে গেছিলেন, কিন্তু ২১শে আগস্ট সিবিআই তাকে গ্রেপ্তার করে নেয়। চিদাম্বরম গ্রেপ্তার হওয়া পর অনেক কংগ্রেস নেতাই তাকে সমর্থন করার জন্য তার পাশে এসে দাঁড়ান।

অনেকে প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রীর নামে অভিযোগ তুলে বলেন যে মোদি ও অমিত শাহ বদলা নেওয়া জন্য চিদাম্বরমকে ফাঁসাচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার জন্য চিদাম্বরমকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন কংগ্রেসের নেতারা। কপিল সিব্বাল অনেকে প্রচেষ্টা করেও চিদাম্বরমকে জামিন দেওয়াতে সক্ষম হননি। কপিল সিব্বাল বলেছেন দেশে গণতন্ত্র শেষ হয়ে গেছে, আদালত পর্যন্ত আমাদের কথা শুনছে না।

IMG 20190821 144910

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা TMC নেত্রী মমতা ব্যানার্জী চিদাম্বরমের গ্রেফতারের উপর মুখ খুলেছেন। ঘটনাটিকে হতাশাজনক, দুঃখজনক ও খারাপ বলে মান্যতা দেন মুখ্যমন্ত্রী। সঠিক পদ্ধতি মেনে গ্রেফতার করা হয়নি বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। যদিও এটা বিচারব্যবস্থা নিয়ে কোনও মন্তব্য নয় বলেও মন্তব্য করেন মমতা ব্যানার্জী। শুধু এই নয়, মমতা ব্যানার্জী বলেন দেশের গণতন্ত্র কাঁদছে। প্রসঙ্গত জানিয়ে দি, চিদাম্বরমের গ্রেফতারের বিষয়কে কংগ্রেস নেতারা প্রত্যেকে এটাকে ষড়যন্ত্র বলে আখ্যা করেছেন।

সম্পর্কিত খবর