এক অজ্ঞাত পরিচয় গৃহবধূর মৃতদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতাঃপূর্ব বর্ধমানঃ
এক মাঝ বয়সি গৃহবধুর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের আউসগ্রাম এর গুসকরায়।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে গুসকরা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ধারাপাড়ায়।স্থানীয় সূত্রে জানাগেছে ধারাপাড়ার মাঝে মাঠে খেতমজুরেরা কাজ করার সময় দেখতে পান এক মহিলার মৃতদেহ ।

 

এই খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । মৃতের পরিচয় জানার জন্য এলাকার বহু মানুষ সেখানে ভিড় জমান । খবর পেয়ে গুসকরা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে । অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে  মৃতদেহ ময়নাতদন্তে  পাঠিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, মৃতদেহের পাশে পড়েথাকা একটি কীটনাশোকের খালি বোতল উদ্ধার করেছে পুলিশ।মৃতের পড়নে ছিল শাড়ি,হাতে শাঁখা,মাথায় সিঁদুর।

IMG 20190823 145022 1

আনুমানিক ৩০ – ৩৫ বছর বয়সী।তবে এদিন বিকেল পর্যন্ত মৃতের কোন পরিচয় জানা যায়নি।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বিষ খেয়ে আত্মহত্যা করেছে।তবে ঠিক কি কারনে মৃত্যু ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে ।

সম্পর্কিত খবর