যতবার ভারতের বিরুদ্ধে রাস্ট্রসংঘের কাছে বলতে গেছে, ততবারই মুখপুড়লো পাকিস্তানের

বাংলাহান্ট-ফের রাষ্ট্রসঙ্ঘের কাছে মুখ থুবড়ে পড়লো পাকিস্তান। কার্যত এক ঘরে করে দিলো। পাকিস্তানে হিউম্যান রাইটস প্রকাশকে রাষ্ট্রসংঘ যখন বারবার পাকিস্তানকে বিভিন্ন ইস্যুতে আক্রমণ করছে সেই সময় নড়েচড়ে বসলো। রাষ্ট্রসংঘ পাকিস্তান বারবারই ভারতের উপর চাপ সৃষ্টি করার কৌশল তৈরি করলো।

তখনই রণনীতি ভঙ্গ হয়। এর পরেই পাকিস্তান যখন ভারতের সংখ্যালঘু আক্রান্ত বলে রাষ্ট্রসঙ্ঘের কাছে ভারতকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্যাম ব্রাউনব্যাক বলেন পাকিস্থানে বুদ্ধি, খ্রিস্টান এবং হিন্দুরা কি সুরক্ষিত আছে? কারণ সাম্প্রতিক ইসলামিক দেশে একাধিক নজির রাষ্ট্রসঙ্ঘের কাছে রয়েছে এবং পাকিস্তান যেহেতু ইসলামিক দেশ তাই তারা বারবারই চেষ্টা করছে তাদের সাম্রাজ্যঃ বজায় রাখতে কিন্তু বারবার রাষ্ট্রসঙ্ঘের কাছে কোণঠাসা হয়ে পড়ছেন।images 32

রাষ্ট্রসংঘের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা বৈঠকে পাকিস্তানের এনজিও হিউম্যান রাইটস ফোকাস এর প্রধান বলে ভারতের মধ্যে কাশ্মীরে যে ৩৭০ ধারা তুলে দেওয়া হয়েছে

সেখানে সংখ্যালঘুরা আক্রান্ত কিন্তু তার এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি ৩৭০ধারা নিয়ে রণকৌশল এবং রণনীতি তৈরি করতে চাইছে পাকিস্তান, তা কার্যত মুখ থুবড়ে পড়ছে. অবশেষে গতকাল রাষ্ট্রসঙ্ঘের কাছে চাপের মুখে পড়ল পাকিস্তানের৷

ad

Udayan Biswas

সম্পর্কিত খবর