বাংলা হান্ট ডেস্ক : দক্ষিণ আমেরিকায় অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ গ্রীষ্মপ্রধান রেইনফরেস্ট আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। ব্রাজিল, পেরু ভেনেজুয়েলা, কলম্বিয়াসহ একাধিক দেশে অবস্থিত ৫৫ লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের এই সুবিশাল জীববৈচিত্র্যে সমৃদ্ধ অরণ্য থেকে যোগান আসে পৃথিবীর মোট অক্সিজেন চাহিদার ২০ ভাগ।
পৃথিবীর স্বার্থেই প্রয়োজন জাতিসংঘের বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত এই রেইনফরেস্টটিকে বাঁচিয়ে রাখা।
অথচ বর্তমান সময়ে প্রতি মিনিটে আমাজন থেকে হারিয়ে যাচ্ছে একটি ফুটবল মাঠের সমান বনভূমি! সম্প্রতি স্যাটেলাইট চিত্র থেকে উঠে এসেছে এই ভয়াবহ তথ্য।
ব্রাজিলের নতুন ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সরকার এ বিষয়ে একেবারেই উদাসীন। পরিবেশ ধ্বংস করেই অবকাঠামোগত ও শিল্পোন্নয়নের দিকে হাঁটছে দেশটি। তাতে করে পৃথিবীর ফুসফুসের যে অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে তা বলাই বাহুল্য।
প্রসঙ্গত ২০১৮ সালের জুলাই মাস থেকে এবছর জুন মাস পর্যন্ত আমাজনের বুক থেকে অদৃশ্য হয়েছে ৪,৫৬৫ বর্গ কিলোমিটার বনভূমি যার সিংহভাগই ব্রাজিলের অংশে। আমাজনের দীর্ঘকাল ধরে শীতল ছায়ার কোলে আশ্রয় নেয়া পৃথিবীর বুকে এখন শুধুই জ্বলন্ত হাহাকার।