সম্পর্ক ভাঙতে নারাজ প্রেমিক। বাড়িতে ডেকে বিষ খাওয়ালেন প্রেমিকা।

 

 

বাংলা হান্ট ডেস্ক :  দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে ঘটলো এক চাঞ্চল্যকর ঘটনা।প্রেমিকের সঙ্গে সম্পর্কে নারাজ প্রেমিকা।কিন্তু নাছোড় বান্দা প্রেমিক।তাই ফোন করে ডেকে এনে প্রেমিককে বিষ খাওয়ানোর অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে। অসুস্থ অবস্থায়  বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন প্রেমিক বয়স ২৫ এর আমিরুন মোল্লা।

IMG 20190824 145948

সূত্র থেকে জানা যায়,কোলা হাজরার বাসিন্দা আমিরুন কাজের সূত্রে ভাঙনখালি গ্রামে থাকতেন। সেখানেই স্থানীয় এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে আমিরুনের।  বেশ কিছুদিন সুসম্পর্ক ছিল দুজনের মধ্যে। কিন্তু তারপর হঠাৎই দূরত্ব তৈরি হয় যুগলের মধ্যে।

সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান ওই যুবতী। কিন্তু সম্পর্ক ভাঙতে নারাজ ছিলেন আমিরুন। অভিযোগ, এই নিয়ে দুজনের মধ্যে অশান্তি চলছিল। এরপরই আমিরুনকে ফোন করে বাড়িতে ডেকে পাঠান ওই যুবতী। তারপর খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেন প্রেমিক আমিরুনকে।বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছে যুবকের পরিবার।

 

 

সম্পর্কিত খবর