বাংলা হান্ট ডেস্কঃ তামিলনাড়ুর কাঞ্চিপুরম থেকে বড় খবর সামনে আসছে। সেখান থেকে গঙ্গাই অম্মন মন্দিরের পাশে বড়সড় ধামাকার খবর পাওয়া যাচ্ছে। ওই ধামাকায় এক ব্যাক্তির মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। প্রতক্ষ্যদর্শী অনুযায়ী, মন্দিরের আশেপাশে পাঁচ জন সন্দেহভাজন ব্যাক্তি ঘোরাফেরা করছিল। তাঁদের হাতে একটি বাক্সের মতো কিছু ছিল। তাঁরা ওই বাক্সকে খুলতে গেলেই জোরদার ধামাকা হয়। পুলিশ অনুযায়ী, এই মামলার তদন্ত শুরু করা হয়েছে। আহতদের কাছের হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায় যে, আপতত এই হামলাকে হাই অ্যালার্টের সাথে জুড়ে দেখা হবেনা। ফরেন্সিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে, এবং তাঁরা ঘটনাস্থল থেকে সবরকম নমুনা সংগ্রহ করছে।
আপনাদের জানিয়ে রাখি, এর আগেও দক্ষিণের রাজ্য গুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছিল। কর্ণাটকের উপকূলবর্তী এলাকায় নিরপত্তা রক্ষীরা সার্বজনীন নোটিশ জারি করেছিলে। পাশের রাজ্য তামিলনাড়ু থেকে লস্কর এ তইবা (Lashkar-E-Taiba) ছয়জন সন্ত্রাসী সীমান্ত পার করে রাজ্যে ঢোকার গোপন খবর পাওয়ার পর হাই অ্যালার্ট জারি করা হয়েছিল।
এই সার্বজনীন নোটিশ তামিলনাড়ুকে হাই অ্যালার্টে রাখার পর জারি করা হয়েছিল। পাকিস্তান থেকে শ্রীলঙ্কা হয়ে লস্কর এ তইবা (Lashkar-E-Taiba) ছয়জন সন্ত্রাসী রাজ্যে প্রবেশ করার গোপন খবর পেয়েই গোটা রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছিল।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…