২৫ কেজি গাঁজা সহ দুষ্কৃতীকে গ্রেফতার করলো শ্রীরামপুর থানার পুলিশ

 

বাংলা হান্ট ডেস্কঃ   গোপন সুত্রে খবর পেয়ে ২৫ কেজি গাঁজা সহ দুষ্কৃতীকে গ্রেফতার করলো হুগলীর শ্রীরামপুর থানার পুলিশ।পুলিশ সুত্রে খবর গত ১৮ ই অাগস্ট রাতে শ্রীারামপুর দিল্লী রোড সংলগ্ন এলাকা থেকে রঞ্জিত সিং (কেলো)
নামে এক দুস্কৃতীকে গ্রেফতার করে।তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী সময়ে অারো তিন দুস্কৃতী কানাই দাস, তাপস চৌধুরী ও রাকেশ সিং কে গ্রেফতার করে।

IMG 20190826 WA0017
এদের প্রত্যেকেই বাড়ি শ্রীরামপুর মানিক তলা অঞ্চলে। তদন্তে নেমে এদের কাছ থেকে ৪ টি ওয়ান সাটার সহ ৪টি গুলি উদ্ধার করা হয়।
এদের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় খুন, ছিনতাই,সহ বিভিন্ন সমাজবিরোধী মুলক কার্যকলাপের জন্য নাম হয়েছে। ধৃত দুস্কৃতী বহুবার জেল খেটেছে। জামিনে বাইরে ছিলো।
ইতিমধ্যেই ৮ দিনের পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে এই দুস্কৃতীদের।
এতো পরিমানে গাঁজা কোথায় পাচার হচ্ছিলো কারা কারা এই চক্রের সাথে যুক্ত আছে তাদের খোঁজে তল্লাসি চালাচ্ছে শ্রীরামপুর থানার পুলিশ।

সম্পর্কিত খবর