বাংলা হান্ট ডেস্ক: বিভিন্ন কাজে ও দায়িত্ব পালন করতেই বছরের অনেক সময় বিদেশ সফরে কাটান মোদী। মঙ্গলবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। দেশে এসেই সদ্য প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির বাড়িতে গেলেন মোদী। জেটলির পরিবারের সঙ্গে দেখা করে কথা বললেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ছিলেন তাঁর সঙ্গে।
জরুরী কাজে বিদেশ সফরে ছিলেন মোদী, সেই কারণেই অরুণ জেটলির শেষকৃত্যে উপস্থিত থাকতে পারেননি তিনি। পরপর ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহি এবং বাহরিন সফরে গিয়েছিলেন মোদী। রবিবার ফ্রান্সে জি-সেভেন সম্মেলনে তিনি উপস্থিত ছিলেন। বিদেশ সফরে ব্যস্ত থাকায় তিনি দেশে ফিরতে পারেননি। তবে বিদেশ থেকেই অরুণ জেটলির পরিবারের সদস্যদের ফোন করে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী।
বিদেশ থেকেই প্রতিনিয়ত টুইটারে বিভিন্ন পোস্ট করে পুরনো সহকর্মীকে হারানোর শোক প্রকাশ করেন মোদী। বাহরিনের একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে পুরনো বন্ধুর কথা স্মরণ করে বেশ কিছু কথাও বলেন মোদী। প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন যে বিভিন্ন দায়িত্ব সামলানোর দরুন প্রিয় বন্ধুকে অন্তিম বিদায় জানাতে তিনি দেশে ফিরতে পারছেন না। বাহরিনের মাটি থেকেই প্রিয় ‘ভাই’কে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।