জেলে যাওয়ার জন্য প্রস্তুত মমতা ব্যানার্জী, ধর্মতলার সভা থেকে জানালেন তিনি

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কেন্দ্র সরকারের উপর আক্রমণ করলেন। ধর্মতলায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মমতা ব্যানার্জী রাজ্য বিজেপি এবং কেন্দ্র সরকারকে একহাতে নেন। মমতা ব্যানার্জী কেন্দ্র সরকারের উপর নিশানা করে বলেন, দেশে একনায়কতন্ত্র চলছে। যখন যা খুশি করে দেওয়া হচ্ছে। যাকে খুশি জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘দেশে প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি চালু করার চেষ্টা হচ্ছে। এরা কারও কোনও কথা শোনে না। মানুষের কথা বলার অধিকার নেই। সংবাদমাধ্যম গুলোকে সব কিনে নিয়েছে।”

 

 

EDC0i TXkAAWJmU

মমতা ব্যানার্জী আরও বলেন, বিজেপি বাংলাতেও কবজা করতে চাইছে, আমিও দেখব ওরা কি করে বাংলায় কবজা করে। তিনি বলেন, আমি কোন এজেন্সিকে ভয় পাই না। অনেক সংগ্রাম করে এই যায়গায় পৌঁছেছি। বিজেপি কেন্দ্রের এজেন্সি গুলোকে ব্যাবহার করে, আজকে এই নেতা তো কালকে ওই নেতাকে ডেকে পাঠাচ্ছে। আমি ওসবে ভয় পাইনা। আমি জেলে যেতে প্রস্তুত। আমি যদি জেলে যাই, মনে হবে আমি স্বাধীনতা সংগ্রাম করে জেলে ঢুকেছি। কিন্তু বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি মানতে রাজি নই।

https://www.facebook.com/AITCofficial/videos/2385190491768680/

মমতা ব্যানার্জী বলেন, বিজেপিতে যোগ না দিতে চাইলেই ওরা জেলে ভরার ভয় দেখাচ্ছে। আমি জেলে যেতে রাজি আছি, কিন্তু বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি মানতে রাজি নই। এদিন তিনি নাম না করে বিজেপির নেতা মুকুল রায়কেও আক্রমণ করেন তিনি। মমতা ব্যানার্জী বলেন, ‘ কোন বিজেপির এক নেতা বলেছে, তৃণমূলের ১০৭ জন বিধায়ক তাঁর সম্পর্কে রয়েছে। তাঁর ক্ষমতা থাকলে সাত জন বিধায়কের নাম বলুক। ওটা সস্তা না, আমি বাংলায় রাজনীতি করি। বাংলার মানুষ ওদের মেনে নেবেনা। আজ ওরা আমার ভাইকে ডেকেছে, কাল আমাকে ডাকবে। আমি কিছুতেই ভয় পাইনা। আমি জেলে যেতেও রাজি।”

Koushik Dutta

সম্পর্কিত খবর