নারদ কান্ডে শোভন চট্টোপাধ্যায় কে নোটিশ সিবিআইয়ের

 

বাংলা হান্ট ডেস্ক ঃ নারদ কাণ্ডে ইডি ও সিবিআইয়ের তদন্তে উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। এবার নারদ কান্ডের তদন্তের জিজ্ঞাসাবাদের জন্য বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় কে নোটিশ পাঠালো সিবিআই।

জানা গিয়েছে আগামী 31 শে সেপ্টেম্বর শোভন চট্টোপাধ্যায়কে হাজিরা দিতে বলা হয়েছে সিবিআই কমপ্লেক্সে।

image1bbca0c2 761b 43d1 9873 2cd1711e69ab

সূত্র মারফত জানা গিয়েছে, ম্যাথু স্যামুয়েলের বয়ানের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের আগের বয়ানের বেশ কিছু অমিল রয়েছে সে কারণেই তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

সম্পর্কিত খবর