পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে অ্যাম্বুলেন্স ও লরির ধাক্কায় মৃত ২

পশ্চিম মেদিনীপুর:- রাজ্যে একের পর এক ভয়ংকর পথ দুর্ঘটনা ঘটে চললেও হুশ ফেরেনি প্রশাসনের। এবারে ভয়ানক এক পথ দুর্ঘটনার শিকার হল একটি অ্যাম্বুলেন্স। এদিন ভয়ংকর এই দুর্ঘটনা ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে।

এই দুর্ঘটনার কবলে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে দুজনের, আহত হয়েছে একজন। স্থানীয় সূত্রে খবর, রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে উলটোদিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটেছে।

f4c0a12c 5a63 4152 b5df 232e7fbaa378 1 e1567006027268

দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যাম্বুলেন্সে থাকা দুজনের। অপরদিকে অ্যাম্বুলেন্সের চালক গুরুতরভাবে আহত হয়েছে। তাকে উদ্ধার করে স্থানীয়রা মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়। ঘটনাস্থলে মৃত দুজনের নাম সমীর পাত্র বাড়ি মেদিনীপুর শহরের অশোকনগর এলাকায়,…

Admin

Krishna Chandra Garain, BIET alum, blends mechanical ingenuity with literary finesse. An adept in technical and business content, his words breathe life into concepts. With a background in mechanical engineering, he navigates complexities effortlessly, crafting narratives that enlighten and inspire. A virtuoso of words, Krishna transforms ideas into captivating realities.

সম্পর্কিত খবর