অবসর ভেঙ্গে ফের ক্রিকেটের সমস্ত ধরণের ফরমেটে ফিরতে চলেছেন আম্বাতি রায়ডু।

Published On:

সদ্য শেষ হয়েছে ক্রিকেট বিশ্বকাপ সেই বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে হয়তো ডাক পাবেন সেই আসা করেছিলেন ভারতীয় ব্যাটসম্যান আম্বাতি রায়ডু। কিন্তু দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্স করার পরও বিশ্বকাপ দলে সুযোগ পান নি তিনি। আর সেই জন্যই বিশ্বকাপ চলাকালীন সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন দক্ষিণী এই ব্যাটসম্যান।

অবশেষে পুরোপুরি 180 ডিগ্রি ঘুরে অবসর ভঙ্গ করলেন রায়ডু। রায়ডু হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন কে এই দিন ই-মেল মারফত তার দাবির কথা জানান। রায়ডু লিখেছিলেন যে আমি বিশ্বকাপ চলাকালীন আবেগপ্রবণ হয়ে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলাম কিন্তু আমি আবার ক্রিকেটের সমস্ত ফরমেটে ফিরে আসতে চাই এবং সামনের মরসুমে রঞ্জিতে হায়দ্রাবাদ দলের হয়ে প্রতিনিধিত্ব করতে চাই।

সেই সাথে ভারতের প্রাক্তন ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ, নোয়েল ডেভিস এবং তার পুরনো আইপিএল দল চেন্নাই সুপার কিংসকে ধন্যবাদ জানিয়েছেন তিনি তার কঠিন সময়ে তাকে সমস্ত ধরণের সাহায্য এবং পাশে দাঁড়ানোর জন্য।

উল্লেখ্য রায়ডু ভারতের হয়ে মোট ৫৫ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এবং 47.06 গড়ে মোট 1694 রান করেছেন। রায়ডুর ব্যাট থেকে এসেছে তিন টি শতক এবং দশটি অর্ধশতক।

X