কৌশিকী অমাবস্যার বিশেষ তিথিতে রেকর্ড মদ বিক্রি তারাপীঠে

বাংলা হান্ট ডেস্ক : মনস্কামনায় রাত জেগে ভক্তরা হাজির হয়েছিলেন তারাপীঠ মন্দিরে।তাঁরা মায়ের দর্শন পেতে দূর-দূরান্ত থেকে ভক্তরা গিয়েছিলেন ছুটে মায়ের দর্শন পেতে।তবে কৌশিকী অমাবস্যার বিশেষ তিথিতে ভক্তদের ভিড় ও মদ্য পানের রেকর্ড তারাপীঠে।

জানা যায় মাত্র এক রাতেই চার কোটি টাকার মদ বিক্রি হয়েছে তারাপীঠে। গত দু’বছরে মদ বিক্রি হয়েছিল মাত্র পাঁচ কোটি টাকা। আর দু’বছরের রেকর্ড ভাঙতে সময় সময় লাগল মাত্র ২৪ ঘণ্টা।

সরকারি অনুমোদিত দোকান থেকে তারাপীঠে বিক্রির জেরে বহু মূল্য লাভ হলেও মদ্যপদের তাণ্ডবে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এমনিতেই তারাপীঠ চত্বরে বেআইনি কার্যকলাপ দিনের পর দিন বেড়ে চলেছে।মদ্যপ অবস্থায় ভক্তদের ভিড়, অশ্লীল আচরণ দেখে ক্ষুব্ধ বাসিন্দারা। শুধু মদ্যপান নয়, সঙ্গে বসেছিল গাঁজার আসরও।তবে কেন প্রসাশনিক অনুমতি পেয়েছিল মদের দোকানগুলো? তা নিয়ে থাকছে প্রশ্ন!


সম্পর্কিত খবর