এই গ্রামে সকলের জন্মদিন ১ জানুয়ারি!‌কীভাবে সম্ভব

Published On:

বাংলা হান্ট ডেস্ক: জন্মদিন মানে আলাদা দিন,আলাদা রকম আনন্দ, এক অনুভূতির ভান্ডার।তার উপর থাকে প্রচুর উপহার।

তবে মধ্যপ্রদেশের একটি গ্রামে সকলের জন্মদিন একই দিনে।জানা গিয়েছে, শিবপুরি জেলার কাকরা গ্রামের বাসিন্দাদের একই দিনে জন্মদিন। অন্তত তাঁদের আধার কার্ডে উল্লেখ আছে সেরকমই। পুরো গ্রামবাসী একই দিনে তাঁদের জন্মদিন পালন করেন।

গ্রামের এক বাসিন্দা কাল্লো আদিবাসী, যাঁর আসল বয়স ৩০। কিন্তু আধার কার্ড অনুযায়ী তিনি ৩৯ বছরের। অন্যদিকে তাঁর ভোটার কার্ড অনুযায়ী তাঁর বয়স ৪৯ বছর। আধার কার্ডে ১ জানুয়ারি তাঁর জন্মদিন উল্লেখ রয়েছে। কাল্লো তাঁর আধার কার্ডে জন্মদিনের তারিখের পাশাপাশি মাসেরও উল্লেখ করেছে। কিন্তু অন্য গ্রামবাসীদের কাছে তাঁদের জন্মের কোনও প্রমাণপত্র নেই, তাই তাঁরা আধার কার্ডে ১ জানুয়ারিকেই জন্মদিন হিসাবে উল্লেখ করেছে। গ্রামের এক বাসিন্দা অশোক আদিবাসী জানান তাঁর আধার কার্ড অনুযায়ী তিনি ১৯৮৫ সালের ১ জানুয়ারি জন্মেছেন। অথচ তাঁর আসল বয়স ২৫। তিনি বলেন, ‘‌আমাদের কাছে জন্মের কোনও লিপিবদ্ধ নথি নেই। এমনকী আমি নিজেও জানি না যে আমি কবে জন্মেছি। যদিও সেটা কোনও ব্যাপার না। আমি আমার জন্মদিন পালন করি না।’‌

প্রসঙ্গত ইউআইডিএআইয়ের নীতি অনুসারে, কেউ যদি জন্মের শংসাপত্র বা প্রমাণ দেখাতে না পারেন তবে জন্মের তারিখ আর বয়স বললেই হবে। সেটাই যথেষ্ট। ২০১৭ সালেও একই ধরনের ঘটনা ঘটে ছিল হরিদ্বারের একটি গ্রামেও ঘটেছিল আবার সেই ঘটনারই পুনরাবৃত্তি হল।

সম্পর্কিত খবর

X