অর্জুন সিংয়ের ওপর হামলা, তাই এবার বনধ ডেকে শক্তি প্রর্দশন করতে চলেছে বিজেপি

বিজেপি নেতা তথা সাংসদ অর্জুন সিং-এর ওপর হামলার জেরে আবারও অগ্নিগর্ভ হল উত্তর চব্বিশ পরগনা৷ রবিবার পার্টি অফিস দখলকে কেন্দ্র করে জগদ্দলের সার্কাস মোড়ে পুলিশের সঙ্গে দখলকারীদের একপ্রস্থ সংঘর্ষ হয়৷ চলে ইঁটবৃষ্টি৷ অর্জুন সিং-এর বাড়ির সামনেও বোমাবাজি চালানো হয়৷ তাই বিজেপি সাংসদের ওপর হেনস্থার প্রতিবাদে অবস্থান বিক্ষোভের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি৷ শুধু অর্জুন সিং-ই নন পর পর যেভাবে বিজেপি নেতাদের হেনস্থা হতে হচ্ছে তার বিরুদ্ধে এবার সোমবার থেকে টানা তিনদিনের অবস্থান বিক্ষোভের পথেই হাঁটছে রাজ্য বিজেপি৷ একইসঙ্গে বারাকপুর লোকসভা কেন্দ্র এলাকায় বনধেরও ডাক দেয়া হয়েছে বিজেপির তরফ থেকে৷ পাশাপাশি,  রাজ্যের প্রতিটি এসপি অফিস ঘেরাও করা হবে৷

উল্লেখ্য, রাজ্যে যেভাবে বিজেপির নেতৃত্বের উপর হামলা চালানো হচ্ছে তাতে নিরাপত্তার অভাব বোধ করছেন বিজেপি নেতৃত্বরা৷ তাই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য অবস্থান বিক্ষোভের সঙ্গে এসপি ঘেরাও এর মাধ্যমে শক্তি প্রদর্শন করতে চাইছে বিজেপি৷লোকসভা নির্বাচনের পর থেকে বারবার কখনও কাঁকিনাড়া কখনও ভাটপাড়ায় উত্তেজনা ছড়াচ্ছে আর যার জেরে আতঙ্কিত এলাকাবাসীরা৷

arjunblodd 1000 8

অন্যদিকে, ইঁটবৃষ্টিতে অর্জুন সিং-এর মাথায় গুরুতর চোট লাগে৷ তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিত্সার পর তাঁকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ আপাতত তিনি অনেকটাই সুস্থ বলেই খবর৷ ইতিমধ্যেই তাঁকে হাসপাতালে দেখতে পৌঁছেছিলেন বিজেপির একাধিক নেতা-নেত্রীরা৷


সম্পর্কিত খবর