বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি জম্মু-কাশ্মীরের বিলোপ হয়েছে 370 ধারা। এরপর থেকেই বহু সমালোচনার মুখে পড়েছে গেরুয়া শিবির। পাক প্রধানমন্ত্রী ইমরান খানও কোনভাবেই পিছপা হননি কাশ্মীর সিদ্ধান্ত নিয়ে ভারতকে কটাক্ষ করতে। আন্তর্জাতিক মহলকে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, কাশ্মীর ইস্যু নিয়ে যদি শিগগিরই কোন পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে এর ফল ভুগতে হবে গোটা বিশ্বকে।
ভারত, পাক প্রধানমন্ত্রীর পাল্টা জবাব দেওয়ার আগেই পাল্টা জবাব দেওয়ার আগেই, ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই জবাব দিল আমেরিকা। ভারতে নিযুক্ত প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত টিম রোমার বলেন, কাশ্মীর ইস্যু নিয়ে ইমরান খান অযথা বেশি বাড়াবাড়ি করছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্রমাগত ব্যক্তিগত আক্রমণ করে যাচ্ছেন তিনি।
বিদেশ তো দূরের কথা নিজের দেশেও কোণঠাসা ইমরান খান। আন্তর্জাতিক মহলে কাশ্মীর ইস্যু নিয়ে সেভাবে কোন দাগ কাটতে না পারায় বারবার বিরোধীদের কটাক্ষ তীর বিঁধেছে ইমরানের গায়ে। সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের অন্যতম বিরোধী দল মুত্তাহিদা কওয়ামি মুভমেন্টের প্রধান আলতাফ হুসেন বলেন, কাশ্মীর ইস্যু ভারতের একেবারেই অভ্যন্তরীণ মামলা। পাক সেনার সেদেশে কাশ্মীর নিয়ে কোনো বিভ্রান্তিমূলক কাজকর্ম বা মন্তব্য একেবারেই আবশ্যিক নয়।
সম্প্রতি পাক প্রধানমন্ত্রী ইমরান খান পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন, তিনি বলেন, “পরমাণু ব্যবহারে ‘প্রথম পদক্ষেপ নীতিতে’ বিশ্বাসী আমরা।” শুধু তাই নয় ইমরান আরও জানিয়েছেন ভারত পাকিস্তান যুদ্ধ বাধলে এর ফল ভুগতে হবে গোটা বিশ্বকেই।
উল্লেখ্য, কাশ্মীর ইস্যু নিয়ে বিশ্বের দরবারে পাকিস্তানের সমস্ত আবেদন তাচ্ছিল্য করা হয়েছে, রাষ্ট্রসঙ্ঘে একাধিক বার দ্বারস্থ হয়েও কোন লাভ হয়নি ইমরানের। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স ও ব্রিটেন সরাসরি জানিয়ে দিয়েছে কাশ্মীর ইস্যু নিয়ে তারা কোন রকম হস্তক্ষেপ করবে না।
সম্প্রতি কাশ্মীর ইস্যুতে ফের মুখ খুলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, তিনি বলেন ‘কাশ্মীরের বিষয়ে হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই পাকিস্তানের। এই ইস্যুতে কোনও দেশ তাদের সমর্থন করছে না।’ সম্প্রতি লেহ’তে একথা বলেছেন রাজনাথ। তিনি আরও বলেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করতে চাই, কবে কাশ্মীর তাদের ছিল? কাশ্মীর সবসময়ই ভারতের অংশ।’ ৩৭০ ধারা নিয়েও নিজের বক্তব্য পেশ করেন রাজনাথ, তিনি বলেন, ‘মার্কিন ডিফেন্স সেক্রেটারি মার্ক এসপার টেলিফোনে তাঁকে বলেছেন ৩৭০ ধারা বিলোপ একেবারেই ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…