লিফটে আটকা পড়ে গেলেন পোপ, উদ্ধারের জন্য দেখা পেলেন না ঈশ্বরের। প্রাণ বাঁচালেন দমকলকর্মীরা।

 

 

বাংলা হান্ট ডেস্ক: রবিবার ভাটিক্যানে লিফটের মধ্যে টানা ২৫ মিনিট আটকে পড়েন পোপ ফ্রান্সিস। বিদ্যুতিক গোলযোগের কারণেই বন্ধ হয়ে যায় লিফট।এর ফলে একটি অনুষ্ঠানে যেতেও দেরি হয় তার। এদিন সকালে সেন্ট পিটার্স স্কোয়ারে একটি অনুষ্ঠানে ভাষণ দিতে যেতে গিয়েই ঘটলো দুর্ঘটনা। শেষপর্যন্ত তাঁকে এসে উদ্ধার করেন দমকল কর্মীরা।

IMG 20190902 141700

সেন্ট পিটার্স স্কোয়ারে যেতে এবং ভাষণ শুরু হতে দেরি হওয়ায় সেখানে উপস্থিত জনতাকে  পোপ ফ্রান্সিস বলেন, “আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। বৈদ্যুতিক গোলযোগের কারণে লিফটে আটকা পড়েছিলাম। দমকল বাহিনী গিয়ে আমাকে উদ্ধার করেছে। ওই কাজের জন্য দমকলকে হাততালি দিয়ে ধন্যবাদ দিন।”

তবে তার এহেন বিপত্তিতে ঈশ্বর না এসে দমকল কর্মীরা তাকে এসে উদ্ধার করেছে এ যেন সেখানে উপস্থিত ভক্তদের একটু নিরাশ ই করেছে।

 

সম্পর্কিত খবর