গ্রেফতারের পর এই প্রথম কূটনৈতিক স্তরে আলোচনা কথা হল কুলভূষণ এর সাথে। ঘন্টাখানেক চললো আলোচনা।

 

 

বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার গৌরব আলুওয়ালিয়া র সঙ্গে ঘণ্টা খানেক কথোপকথন চললো অবসরপ্রাপ্ত নৌসেনা অফিসার কুলভূষণ যাদবের ।২০১৬ সালে যাদবকে গ্রেফতার করার পর এই প্রথম ভারতীয় কূটনীতিকরা কুলভূষণ যাদবের সঙ্গে কথা বললেন।পাক সংবাদমাধ্যম সূত্রে খবর,  পাক বিদেশমন্ত্রকে গিয়ে ওই মন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জ়লের সঙ্গে বৈঠক করেন আলুওয়ালিয়া এবং তারপরই তিনি দেখা করেন যাদবের সাথে।  যাদবের সঙ্গে দেখা করতে একাধিকবার আর্জি জানানো হয় হাই কমিশনারের তরফে। গত ১৭ জুলাই আন্তর্জাতিক আদালতের নির্দেশে বাধ্য হয়েই ছাড়পত্র দেয় পাকিস্তান।এমনকি যাদবের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ জারি করে আইসিজে।

IMG 20190902 190301

কুলভূষণ মামলায় পাকিস্তান ভারতকে কনস্যুলার অ্যাক্সেস দিয়েছে ঠিকই কিন্তু এমন বেশ কয়েকটি শর্ত চাপিয়ে ভারতের ওপর যা নিতে পারেনি দিল্লি। পাক বিদেশ মন্ত্রক শর্ত দেয় যে, ইসলামাবাদে যখন কুলভূষণ যাদবের সঙ্গে ভারতীয় কূটনীতিকরা দেখা করবেন, তখন সেখানে উপস্থিত থাকবেন পাকিস্তানের প্রশাসনের প্রতিনিধিরা। শুধু তাই নয়, গোটা সাক্ষাৎ পর্বই সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করে রাখা হবে। কিন্তু এতে বৈঠকের গোপনীয়তা রক্ষা হবেনা। সেই কারণে পাক বিদেশমন্ত্রকের এই সব শর্ত মেনে নেয়নি ভারত এবং সেই কারনেই কুলভূষণ যাদবের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের দেখা হতে এত বিলম্ব হলো। গ্রেফতারের পর থেকে এই প্রথম কোনো ভারতীয় কূটনীতিবিদ এর সাথে দেখা করার সুযোগ পান যাদব।

সম্পর্কিত খবর