বাংলাহান্ট ডেস্ক: পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ ভারতকে টুকরো টুকরো করার হুমকি দিল। পাকিস্তানের রেলমন্ত্রী বলেন, যদি পাকিস্তানের ওপর যুদ্ধ চাপানো হয়, তাহলে ভারতকে ২২ টুকরো করা হবে।
শেখ রশিদ বলেন, পাকিস্তানের কাছে যে পরমাণু বোমা গুলি রয়েছে তার ওজন ২৫ থেকে ২৫০ গ্রাম।ঐগুলিকে ভারতের এমন কিছু স্থানে ফেলা হবে যেখান থেকে ভারত আর কোনদিনও ঘুরে দাঁড়াতে পারবেনা।
পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, শেখ রশিদ সংবাদমাধ্যমকে জানান, ‘ভারত পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপে দুটি ভুল করেছে। এক, পাকিস্তানকে দুর্বল ভেবে পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছে।’
ভারত ভেবেছে পাকিস্তানের কাছে পরমাণু বোমা নেই। তাছাড়া ভারত ভাবছে কাশ্মীরিরা ভারতের পাশে রয়েছে। সে ধারণা ভুল। পাকিস্তান সব সময় কাশ্মীরের পাশে রয়েছে।
তিনি এদিন সংবাদমাধ্যমকে আরো বলেন, ভারত যদি জাতিসংঘের কথা শুনে কাশ্মীর নিয়ে কোনো পদক্ষেপ নেয় তাহলেই পাকিস্তান আলোচনার জন্য এগিয়ে যাবে। একমাত্র তাতেই যুদ্ধের সম্ভাবনা কমবে।