বাংলা হান্ট ডেস্ক:পৃথিবীর সব থেকে জনবহুল দেশের মধ্যে অন্যতম ভারত।তবে আজকের যুবরা কাজের প্রয়োজনে পড়াশোনার জন্য অধিকাংশ সময়ই নিজের শহর অথবা রাজ্য ছেড়ে যাচ্ছে।সেই সমস্যার সমাধান করতেই এক অভিনব পন্থা নিলেন সুয়াশ সিনহা। ‘মাইস্কুট’ অ্যাপ তৈরি করেছেন সুয়াশ। মানুষের মধ্যে মুখোমুখি যোগাযোগ স্থাপন করার উদ্দেশ্যেই এই অ্যাপ বলে জানিয়েছেন যুবক।
তদন্তে সামনে আসে ২৫ বছরের কমবয়সি ৪০ শতাংশ ভারতীয় জানাচ্ছেন, তাঁরা একাকিত্বে ভোগেন। ২৩ শতাংশ ভারতীয় এই একাকিত্ব কাটানোর জন্যই দিনে গড়ে আট ঘণ্টা কাটান বিভিন্ন সোশ্যাল সাইটে। কিন্তু ডিজিটাল মাধ্যমে যোগাযোগ যত বাড়ছে, তত কমছে মানুষের মধ্যে ভাবাবেগ আদান-প্রদান, মনঃসংযোগ স্থাপন।
‘মাইস্কুট’-এর কর্ণধার জানাচ্ছেন, সারা জীবনে
অন্তত ১৩টি শহরে ঘুরেছেন তিনি। ২০১৭ সালে তিনি এবং সিদ্ধার্থ (মাইস্কুটের অপর কর্ণধার) দিল্লিতে নিজেদের বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে সবাই যে যাঁর বন্ধুদের নিয়ে আসে এবং তারপর যোগাযোগ তৈরি হয় নতুন মানুষের সঙ্গে। সেই ঘটনার পর এরকম অনুষ্ঠান আরও যাতে করা যায় সেই প্রচেষ্টায় পরিকল্পনা শুরু হয় মাইস্কুটের।দেখা যাক আগামী দিনে এই অ্যাপ কতটা কার্যকর হতে পারে।