লোকসভা নির্বাচনের প্রচারে এসে বাংলায় কার্যত তৃণমূলকে কোনঠাসা করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রচারে এসে বলেছিলেন যে, তৃণমূল কংগ্রেসের অন্তত 40 জন বিধায়ক উনার সাথে যোগাযোগ রাখছেন। শুধুমাত্র লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর অপেক্ষা তারপরই তারা একে একে লাইন দিয়ে বিজেপিতে যোগদান করবেন। নরেন্দ্র মোদীর এই বক্তব্যের থেকে বেশ কয়েক ধাপ এগিয়ে গিয়ে বাংলার বিজেপি নেতা মুকুল রায় বলেছিলেন তৃণমূল কংগ্রেসের মোট 107 জন বিধায়ক যোগাযোগ রাখছেন উনার সাথে। তারা প্রত্যেকেই বিজেপিতে আসার জন্য মুখিয়ে রয়েছেন।
বিজেপি নেতা মুকুল রায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যের জেরে কার্যত হুলুস্থুল পরে গিয়েছিল বঙ্গ রাজনৈতিক মহলে। আর এবার সেই আগুনে আরেকটু ঘি ঢেলে দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। সোমবার একটি সংবর্ধনা অনুষ্ঠানে গিয়ে দিলীপ ঘোষ দাবি করেন তৃণমূল নেতারা আমাকে রোজ ফোন করে বিজেপিতে যোগদান দেওয়ার জন্য।
এছাড়াও এইদিন দিলীপ ঘোষ বলেন যে, তৃণমূলের 8 জন বিধায়ক যেকোনো দিন যোগদান করতে পারেন বিজেপিতে। সেই সাথে তিনি জানান খুব তারাতাড়ির মধ্যেই তাদের তৃণমূল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করানো হবে।
আর দিলীপ ঘোষের এই মন্তব্যকে ঘিরে চারিদিকে শুরু হয়েছে জল্পনা। ইতিমধ্যেই দুই তৃণমূল বিধায়ক দেবশ্রী রায় এবং সব্যসাচী দত্তের নাম প্রকাশ্যে এলেও বাকি 6 জনের নাম এখন প্রকাশ করা হয়নি রাজ্য বিজেপির তরফে। ইতিমধ্যেই বাংলায় বিজেপির বিধায়ক সংখ্যা বেড়ে হয়েছে 15, এবার যদি আরও 8 জন বিধায়ক বিজেপিতে যোগদান করেন তাহলে বলাই যায় বিজেপির শক্তি বাংলায় বেশ বৃদ্ধি পাবে।