বাংলা হান্ট ডেস্ক:৩৭০ ধারা বাতিল হওয়ার পর থেকে পাকিস্তান নানান ভাবে কাশ্মীরে হিংসা ছড়ানোর চেষ্টা চালিয়ে গেছে। কয়েক দিন আগেই খালিল আহমেদ এবং নাজ়িম খোকর নামে দুই পাক জঙ্গিকে গ্রেফতার করেছিল নিরাপত্তারক্ষীরা। ওদেরকে জেরা থেকে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য, কাশ্মীরে বড়সড় হামলার ছক কষা হয়েছিল। পাক অধিকৃত কাশ্মীরে লস্কই তইবার ঘাঁটিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল ওই জঙ্গিদের। পাক নাগরিক এই দুই জঙ্গি সে দেশের সেনার মদতেই অনুপ্রবেশ করে ভারতে।কাশ্মীর-সহ বেশ কিছু স্পর্শকাতর এলাকায় নৃশংসতা ছড়াতে এই পাক জঙ্গিরা অনুপ্রবেশ করছে বলে রিপোর্ট দেয় গোয়েন্দা।
এখন ধীরে ধীরে অনেকটা ছন্দে ফিরেছে জম্মু-কাশ্মীর। স্কুল-কলেজ, দোকানপাট খুলেছে। সরকারি কাজকর্ম চলছে স্বাভাবিক ভাবে। তবে, এর মধ্যেও বিক্ষিপ্ত কিছু হিংসার খবর মিলেছে মাঝেমধ্যেই।কিন্তু সব দিক বিচার করে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি কেন্দ্রের। কিন্তু পাকিস্তান উস্কানিমূলক মন্তব্য, জঙ্গি অনুপ্রবেশ করিয়ে অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা, ইত্যাদির ফলে আবারও উপত্যকা অশান্ত হতে পারে বলে দাবি করছে নয়া দিল্লি।