বাংলা হান্ট ডেস্ক : শ্রীনগরের মেয়র জুনেইদ আজিম মাট্টু দাবি করলেন যে কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হয়নি ।মৃত্যু ঘটনা ঘটেনি মানেই পরিস্থিতি স্বাভাবিক নয়, একথা তিনি সংবাদ মাধ্যম গুলিতে বলেন ।
মেয়রের মতো কেউ একজন এমন মন্তব্য করলেন, কাশ্মীরের পরিস্থিতি নিয়ে। জম্মু ও শ্রীনগরের মেয়র এতদিন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর মর্যাদা পেতেন। আজিম মাত্তু বলেন, কাশ্মীরের রাজনীতিবিদদের আটক করা হয়েছে। কিন্তু এরাই এতদিন জঙ্গিদের হুমকি উপেক্ষা করে উপত্যকায় সংসদীয় গণতন্ত্র বাঁচিয়ে রেখেছেন। সরকার এখনও এদেরকেই তাড়া করছে ।
জুনেইদ আজিম মাট্টু
জম্মু ও কাশ্মীর পিপিলস কন্ফারেন্সের মুখপাত্র । দলের প্রধান সাজ্জাদ লোনই এখন জেলবন্দি। মাট্টু বলেন, কাশ্মীরে বিধিনিষেধ আরোপের পর এখনও বহু পরিবার তাদের আত্মীদের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেননি। কাশ্মীরে জঙ্গি সমস্যা নতুন কিছু নয়। তার অর্থ এই নয় যে সন্ত্রাসকে ইস্যু করে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হবে।
এদিকে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কাশ্মীরের পরিস্থিতি নিয়ে মূখ খুলেছেন। একটি বিদেশি ম্যাগাজিনে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এরকম একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল। একদিকে অন্য সবার জন্য ইন্টার নেট খোলা থাকবে আর অন্য দিকে জঙ্গিদের সঙ্গে তাদের নেতাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে, তা কীভাবে সম্ভব।