বাংলা হান্ট ডেস্ক ঃ সম্প্রতি কাশ্মীরে ৩৭০ নম্বর ধারা খারিজ করে কাশ্মীরকে ভারতের রাজ্য হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্। তারপর থেকেই ভারতের ওপর বেজায় ক্ষুব্ধ পাকিস্তান। প্রথমেই ভারতের সাথে সমস্ত রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে পাকিস্তান। তারপর পাকিস্তানের তরফ থেকে একের পর এক যুদ্ধের হুমকি এসেই যাচ্ছে। এমনকি পাক সংসদে দাঁড়িয়েও প্রধানমন্ত্রী ইমরান খান প্রকাশ্যে দ্বিতীয়বার পুলওয়ামা হামলার কথাও বলেন।
এছাড়াও সম্প্রতি পাকিস্তানের রেলমন্ত্রী শেখ আহমেদ বলেছিলেন অক্টোবর-নভেম্বর মাসের মধ্যেই নাকি পূর্ণমাত্রায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগবে।
ফেট যুদ্ধের উস্কানি দিয়ে খবরের শিরোনামে পাক রেলমন্ত্রী শেখ আহমেদ। তিনি বলেন, “পাকিস্তানকে ধ্বংস করতে চায় মোদী।তাই যুদ্ধের কথা বলছি আমি। আমাদের দেশের আসল শাসন ক্ষমতা রয়েছে সেনাবাহিনীর ওপর।”
এছাড়াও তিনি ভারতকে হুমকি দিয়ে বলেন, “পাকিস্তানের হাতে ছোট সাইজের স্মার্ট বোমা আছে। ওই বোমা ছুড়ে ভারতকে টুকরো টুকরো করে দেব।” যদিও পাক রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ এর এই কথাকে ফাঁকা আওয়াজ’ মনে করছে বিশেষজ্ঞমহল।