ভারতের অশুধ ছাড়া বাঁচছে না পাকিস্তানের রুগী রা। বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিল পাক সরকার।

বাংলা হান্ট ডেস্ক : ভারত সরকার  কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর, ইমরান খানের সরকার সে দেশে ভারতীয় সামগ্রী নিষিদ্ধ করেছিল । কিন্তু বেশি দিন আর নিজের সিদ্ধান্তে অটল থাকলে পারলেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী।

IMG 20190903 215811

পাকিস্তানি রোগীদের বাঁচাতে ভারত থেকে জীবনদায়ী ওষুধ আমদানি খুব প্রয়োজন হওয়ায় , সেই আসুধে ছাড়পত্র দিয়েছে পাক সরকার, এমনটাই জানা গেছে পাকিস্তানের জিও সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে। ভারতের সঙ্গে ওষুধের আমদানি-রফতানিতে ছাড়পত্র দেওয়া হল বলে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে।

 

উল্লেখ্য, পাকিস্তানে জীবনদায়ী ওষুধ ভারত থেকে পাঠানো হয়। এছাড়াও সবজিও  ভারত থেকেই যায় ।ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রদের পর পাকিস্তানে একধাক্কায় সবজির দর বেড়ে গেছে ।

সম্পর্কিত খবর