বাংলা হান্ট ডেস্ক: ইসরো সূত্র অনুসারে , বুধবার ভোররাতে দ্বিতীয় ডি অর্বিটিংয়ের মাধ্যমে চাঁদের একদম কাছাকাছি পৌঁছে গেল চন্দ্রযান-২-এর ল্যান্ডার। রবিবার শেষবার ম্যানুভারের ফলে চাঁদের একদম কাছাকাছি পৌঁছে গিয়েছিল চন্দ্রযান-২-এর অর্বিটার। সব কিছু ঠিক থাকলে ৭ সেপ্টেম্বর রাত ১টা ৩০ মিনিট থেকে ২টো ৩০ মিনিটের মধ্যে দক্ষিণ মেরুতে ল্যান্ড করবে বিক্রম।
সোমবার চন্দ্রযান-২ থেকে বিচ্ছিন্ন হয় ল্যান্ডার বিক্রম , তাও বিজ্ঞানীদের পরিকল্পনা মাফিক। এরপরও অর্বিটার সঙ্গে একই দূরত্বের কক্ষপথে প্রদক্ষিণ করছিল বিক্রম। মঙ্গলবার আরো কমে সেই দূরত্ব।এই মুহূর্তে চাঁদকে ৩৫x১০১ কিলোমিটার দূরত্বের কক্ষপথে প্রদক্ষিণ করছে বিক্রম।চাঁদের দিকে দুই ধাপে বিক্রম এগিয়ে গেলেও নির্দিষ্ট কক্ষপথেই প্রদক্ষিণ করছে চন্দ্রযান-২-এর অর্বিটার। রবিবারের অন্তিম ম্যানুভারের শেষে ১১৯x১২৭ কক্ষপথে চাঁদকে প্রদক্ষিণ করছিল অরবিটার। সেই কক্ষপথে চাঁদের চারপাশে ঘুরপাক খাচ্ছে চন্দ্রযান-২।আপাতত ল্যান্ডিংয়ের জন্য চন্দ্রপৃষ্ঠ স্ক্যান করবে বিক্রম।
বিজ্ঞানীদের মত, চাঁদে সফট ভাবেই ল্যান্ড করবে চান্দ্রয়ান ২। প্রথমে রকেটের মাধ্যমে বিপরীতমুখী থ্রাস্ট তৈরি করবে তারপর চান্দ্রায়ান এর ল্যান্ডার বিক্রম ধীরে ধীরে চাঁদের মাটি ছোঁবে। এর পরেই পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করে বিক্রমের ভিতর থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান।আর কিছু সময়ের মধ্যেই চাঁদের মাটি ছুটে চলেছে ভারত।