নিজের প্রাণ দিয়ে সহকর্মীদের প্রাণ বাঁচিয়ে গেলেন মুম্বাই এর রাও।

 

বাংলা হান্ট ডেস্ক:  ওএনজিসির জেনারেল ম্যানেজার (প্রেডাকশন) রাও।বিই মেকানিক্যালের ডিগ্রি অর্জন করে ১৯৯০ সালে ওএনজিসিতে যোগ দিয়েছিলেন রাও। বছর দুয়েক আগে বদলি হয়ে বছর পঞ্চাশের রাও এসেছিলেন নভি মুম্বইয়ের উড়ান প্ল্যান্টে।তিনিই নিজের জীবন দিয়ে সহকর্মীদের বাঁচিয়ে গেলেন। সেইসঙ্গে তাঁর বলিদানের জন্য বড়সড় বিপর্যয়ের হাত থেকেও রক্ষা পেল প্লান্ট। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল সাতটা নাগাদ ।নভি মুম্বইয়ের ওএনজিসি-র প্ল্যান্টে বিধ্বংসী আগুন লাগে।পর পর বিস্ফোরণে আগুন দ্রুত ছড়াতে থাকে।গ্যাসের গন্ধ ছড়াতে শুরু করার পরই ব্যাস্ত হয়ে  লিকেজ-এর উত্স খুঁজতে শুরু করেন। মূল গ্যাস পাইপ লাইনের যেখান থেকে লিকেজ হচ্ছিল সেখানে পৌঁছে গিয়ে। ভালভ বন্ধ করে দেন এর পর আরও লিকেজ রয়েছে কি না তার খোঁজে তল্লাশি শুরু করেন তিনি।তিনি লিকেজ-এর উত্স খুঁজে ভালভ বন্ধ না করতে পারলে আরও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটতে পারত বলে জানিয়েছেন রাও-এর সহকর্মীরা। সেই উৎস খুঁজতে গিয়ে  ভয়ানক এক বিস্ফোরণে প্রাণ হারান ম্যানেজার রাও। নিজের কাজের বিষয় দায়িত্ব জ্ঞান সম্পন্ন এবং সহকর্মী দের উপকারী রাওয়ের এভাবে চলে যাওয়া যাওয়ার ঘটনায় শোকাহত রাও এর সহকর্মী রা।

   

IMG 20190904 170901

নিজের স্ত্রী ও দুই ছেলেকে এভাবে ফেলে চলে যাওয়ার ঘটনায় শোকে তার পরিবার।  হাসপাতালে তাঁর ঝলসে যাওয়া দেহ শনাক্ত করতেও সমস্যায় পড়তে হচ্ছিল আত্মীয়-পরিজনদের। শোকের ছায়া থাকলেও তার এই বাহাদুরি কে কুর্নিশ জানিয়েছে তার আপনজন এবং সহকর্মীরা।

সম্পর্কিত খবর