বাংলা হান্ট ডেস্কঃ কাশ্মীরে ৩৭০ নম্বর ধারা খারিজ করে কাশ্মীরকে ভারতের রাজ্য হিসেবে ঘোষণা করার পর থেকেই ভারতের ওপর বেজায় ক্ষুব্ধ পাকিস্তান। একদিকে ভারতের সঙ্গে যাবতীয় কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে পাকিস্তান। আবার অন্যদিকে চাপের কাছে মাথা নত করে সেই ভারতের কাছ থেকেই আবার ওষুধ কিনতে বাধ্য হচ্ছে পাকিস্তান।ভারতের বিরুদ্ধে একের পর এক যুদ্ধের ইঙ্গিত দিলেও তাতে খুব একটা আমল দিচ্ছে না ভারত।
এবার দিল্লিতে অ্যাটম বম্ব ফেলার অনুরোধ করে ফের শিরোনামে পাকিস্তানের তওবা তওবা সংবাদিক। পুলওয়ামায় ভারতীয় সেনা জওয়ানদের ওপর পাকিস্তানি জঙ্গিদের হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রদ করে ফলে পাকিস্তানের টমেটো রপ্তানি বন্ধ হয়ে যায়। ভারতের তরফ থেকে রপ্তানি বন্ধ হওয়ায় বিপাকে পড়ে পাকিস্তান সেই সময় এক পাক সাংবাদিক দাবি করেন, ভারত যা করেছে তা তওবা তওবা র সামিল। এক ভিডিওতে সেই বক্তব্যের অংশ ভাইরাল হওয়ার পর থেকেই তা নিয়ে শুরু হয়ে যায় ট্রোল। তারপর থেকেই এই পাক সাংবাদিক তওবা তওবা সাংবাদিক নামে পরিচিত।
প্রসঙ্গত,ফের একটি ভিডিও বানায় এই পাক সাংবাদিক। সেই ভিডিওতে তিনি দাবি করেছেন, যতক্ষণ না কাশ্মীর সমস্যা মিটবে ততক্ষণ পাকিস্তানের উচিত দিল্লিতে অ্যটম বম্ব ফেলা। শুধু দিল্লি নয়, ভারতের বাকি শহরেও যাতে পাকিস্তান বোমা বর্ষণ করে, ইমরানকে এমনটাই অনুরোধ করেন এই পাক সাংবাদিক।এই ভিডিওটি ইন্টারনেটে শেয়ার করার পর ভাইরাল হয়। যদিও পাকিস্তানের এই ফাঁকা আওয়াজে আমল দিতে রাজি নয় ভারত এবং আন্তর্জাতিক মহল।