‘কাশ্মীরের পতাকা হাতে দাঁড়িয়ে আছেন মহাত্মা গান্ধী’ ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: কাশ্মীরের পতাকা হাতে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং মহাত্মা গান্ধী। এই দৃশ্য ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। বুধবার লন্ডনের ভারতীয় হাইকমিশনের সামনে থাকা মহাত্মা গান্ধীর এরকমই রূপ দেখতে পায় সোশ্যাল মিডিয়া।

হঠাৎ করেই বুধবার দেখা যায় সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট হয়। সেখানে দেখা যায়, গান্ধীজি হাতে কাশ্মীরের পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। অবাক হয়ে যায় সবাই। অল্প সময়ের মধ্যেই ছবিটি ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

2019 08 15t121911z 2 Lynxnpef7e140 Rtroptp 2 India Kashmir Britain

জানা যায়, বুধবার কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসন মর্যাদা বাতিল করায় লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখান হাজার হাজার লোক। এই বিক্ষোভকারীরা মহাত্মা গান্ধীর মূর্তিতে কাশ্মীরের পতাকা লাগিয়ে দেয়। এক ঝলক দেখলে মনে হয়, মহাত্মা গান্ধী কাশ্মিরিদের সমর্থন করছেন।

ওই বিক্ষোভকারীরা ভারতীয় সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে ডিম, জুতো, জলের বোতল ছুঁড়ে মারে। ব্রিটেনে প্রায় দুই লাখেরও বেশি কাশ্মিরি বসবাস করে। তারাই আজাদ কাশ্মীরের দাবিতে বিক্ষোভ দেখালো বুধবার।

বিক্ষোভকারীদের মধ্যে একজন, আনসার আব্বাসী। মহাত্মা গান্ধীর ছবি টুইটারে পোস্ট করে সে লিখেছে, ‘ স্বয়ং মহাত্মা গান্ধী এখন ভারত বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন।

ভারত সরকার কাশ্মীর থেকে বিশেষ স্বায়ত্তশাসন মর্যাদা বাতিল করেছে। বর্তমানে কাশ্মীর ভারতের কেন্দ্র শাসনের অন্তর্ভুক্ত। কাশ্মীরের অনেকেই ভারতের সমর্থনে মেনে নিয়েছেন পুরো বিষয়টি। আবার বহু কাশ্মীরি চান আজাদ কাশ্মীর। ৩৭০ ধারা বাতিলের পর থেকে বারবার উঠে এসেছে বিক্ষোভের খবর। এখন অপেক্ষা শুধু কাশ্মীরে শান্তি ফেরার।

X