তিন বছরের শত্রুতা।কাক আক্রমণে অতিষ্ট ব্যাক্তি।

Published On:

বাংলা হান্ট ডেস্ক : কাকের হামলায় নাজেহাল এক ব্যাক্তি।তাঁর সঙ্গে কাকের শত্রুতা তিন বছরের পুরনো।  পাড়া-প্রতিবেশীদের কাছে  এখন ব্যাপারটা মজার বিষয় হয়ে উঠেছে।  তিনি যখনই বাড়ির থেকে বেরণ, কাকেদের দল ঝাঁপিয়ে পড়ে তার ওপর। আর, তারপর শুরু হয় কাক আর মানুষের লড়াই। পাড়ার ছেলেপুলে তাঁর বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকে, যেকখন তিনি বাড়ি থেকে বেরোবেন, আর কাকেদের দল ঝাঁপিয়ে পড়বে তার উপর।

Img 20190905 102152

কাকেরা কখনো তাকে ঠুকরে দেয়,  কখনও আচঁড়ে দিয়ে রক্তাক্ত করছে মানুষটিকে। লোকটির নাম শিবা।  তিনি এখন আর লাঠি ছাড়া বাড়ি থেকে বেরোতেই পারেন না। গ্রামবাসীদের কাছে শিবা র এই অবস্থা এখন  বিনোদনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রদেশের সুমেলা গ্রামের শিবা কেওয়াতকে প্রতিদিন নিয়ম করে আক্রমণ করে কাকেদের দল।শুনতে অবাক লাগলেও ঘটনাটা সত্যি।

 

X