বাংলা হান্ট ডেস্ক: জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর পাকিস্তান ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল অশান্তি ছড়ানোর । পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান , আন্তর্জাতিক মঞ্চেও ভারতের বিরুদ্ধে সরব হয়েছিলেন ।এদিকে পাকিস্তান নিজেই জঙ্গি কার্যকলাপে প্রত্যক্ষভাবে মদত দিয়ে চলেছে। জইশ-ই-মহম্মদের জঙ্গিরা পাক অধিকৃত কাশ্মীরে দিব্যি খোলা মাঠে বসে মিটিং সারছে। বৃহস্পতিবার গোপন সূত্র মারফত মিটিংয়ের চাঞ্চল্যকর ছবি সেনাবাহিনীর হাতে এসে পৌঁছল ।
জঙ্গলের মাঝে সবুজ ঘাসের উপর প্রায় ২৫ জন সশস্ত্র জঙ্গি বসে-দাঁড়িয়ে রয়েছে। কারও কাঁধে রয়েছে এ কে ফর্টি সেভেনের মতো মারাত্বক আগ্নেয়াস্ত্র। সকলেরই মাথায় টুপি। পরনে সাদা, কালো বা ছাই রঙা জোব্বা। । জঙ্গিদের দলে অল্পবয়সী থেকে বেশি বয়সী সদস্যরা রয়েছে। জটলার মাঝে ঘাসের উপর একটি সাদা-কালো চেকের কাপড় পাতা। তার উপরেও রাখা বন্দুকের কার্তুজ। ছবি থেকে স্পষ্ট, বন্দুকের কলকব্জা নিয়েই আলোচনা চলছে জঙ্গিদের মধ্যে। ভারতে নাশকতার উদ্দেশ্যে পাক অধিকৃত কাশ্মীরে একত্রিত হচ্ছে জঙ্গি সংগঠনগুলি, এটা সেনাবাহিনীর গোপন সূত্রে খবর । জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদ্দিন ও লস্কর-ই-তইবার জঙ্গিরা জঙ্গলের মাঝে ট্রেনিং ক্যাম্পে দলে দলে যোগ দিচ্ছে। গত মাস থেকেই এই জোট বাঁধার প্রক্রিয়া সক্রিয় রয়েছে।