আকাশপথে শত্রুকে ধ্বংস করতে বড় সিদ্ধান্ত কার্যকর করলো কেন্দ্র।

বাংলা হান্ট ডেস্ক :  ভারত সরকার ভারতীয় বায়ুসেনার শক্তি বাড়াতে বড় সিদ্ধান্ত নিল ।  ৫০০ কোটি টাকার আকাশ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ক্রয়ে ছাড়পত্র দিল কেন্দ্র।   যা শত্রুর যুদ্ধবিমানকে ধ্বংস করতে পারে।

 

প্রাথমিকভাবে ২ স্কোয়াড্রন আকাশ মিসাইল সিস্টেম অর্ডার দেওয়া হয়েছিল।   কেন্দ্রীয় সরকার এই ব্যবস্থা তেই সিলমোহর দিল। গতবছর সূর্য লঙ্কায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ক্ষেপণাস্ত্রগুলির পরীক্ষা করা হয়।    এর মধ্যে ছিল ইজরায়েলি ক্ষেপণাস্ত্রও। কিন্তু আকাশ  ছাপিয়ে গিয়েছে বাকিদের ।সে কারণে বিদেশি ক্ষেপণাস্ত্র নয়,   প্রতিরক্ষামন্ত্রক , আকাশকে বেছে নিয়েছে । সেজন্য ১৭ হাজার কোটির দরপত্র বাতিল করেছে কেন্দ্র। সরকারি সূত্রে খবর,   প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি,  অতিসম্প্রতিই বায়ুসেনাকে  সবুজ সংকেত দিয়েছে।   প্রতিরক্ষামন্ত্রক আজ সে ব্যাপারে বায়ুসেনাকে  জানিয়েছে । ৬ স্কোয়াড্রন আকাশ মিসাইল সিস্টেম কেনার অনুমোদন দেওয়া হয়েছে।  আকাশ মিসাইল সিস্টেমের সংখ্যা এর ফলে বেড়ে হবে ১৫।

IMG 20190906 121034

পাক ক্ষেপণাস্ত্র বালাকোটে এয়ারস্ট্রাইকের পর ২৭ ফেব্রুয়ারি ভারতের আকাশসীমায় ঢুকে পড়েছিল।  আকাশ ক্ষেপণাস্ত্রের প্রয়োজনীয়তা ওই ঘটনা ই বুঝিয়ে দিয়েছে। উল্লেখ্য,  ভারতের আকাশসীমার নিরাপত্তায় আসছে রাশিয়ার এস-৪০০ ট্রায়াম্ফ। ফলে ভারতের আকাশপথে হামলা চালানো সম্ভব হবে না। দিন কয়েক আগে  ভারতের বায়ুসেনা বোয়িং এএইচ-৬৪ই অ্যাপাচে গার্ডিয়ান অ্যাটাক হেলিকপ্টার হাতে পেয়েছে ।

সম্পর্কিত খবর