কাটলো ৩ বছরের খরা! দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে এই বিশেষ রেকর্ড গড়লেন ডেভিড ওয়ার্নার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মেলবোর্নে (MCG) ব্যাট হাতে নামার আগে সময়টা একেবারেই ভালো যাচ্ছিল না তারকা অস্ট্রেলিয়ান (Australia) ওপেনার ডেভিড ওয়ার্নারের (David Warner)। টেস্ট ফরম্যাটে নিজের পুরনো চেহারার ছায়া হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। টানা ৩ বছর এই ফরম্যাটে কোনও শতরানের মুখ না দেখা ওয়ার্নার চলতি বছরে রীতিমতো খারাপ পারফরম্যান্স করেছেন।

চলতি বছরে ১৯ টা টেস্ট ইনিংস খেলে মাত্র দুইবার অর্ধশতরানের গণ্ডি পেরোতে পেরেছেন ডেভিড ওয়ার্নার। চলতি বছরের টেস্টের দুই ইনিংসে ‘০’ রানে আউট হওয়ার মতন লজ্জার রেকর্ডও জুড়েছিল তার নামের পাশে। শেষবার এই ফরম্যাটে অর্ধশতরানের মুখ দেখেছিলেন চলতি বছরের পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ টেস্ট ম্যাচে, মার্চ মাসে।

Warner

 

কিন্তু এতদিন অফফর্মে থাকার আফসোস আজ পুরোপুরি ভাবে মিটিয়ে নিলেন তিনি। মেলবোর্নে কাল অস্ট্রেলিয়া দাপুটে বোলিংয়ের সামনে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ১৮৯ রানে অলআউট হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র দুই উইকেট খুইয়ে তাদের রানকে তোকে বড় লিডের পথে অস্ট্রেলিয়া। এমনটা সম্ভব হয়েছে নিজের শততম টেস্ট ম্যাচ খেলতে নেমে ডেভিড ওয়ার্নারের করা দুর্দান্ত শতরানের জন্য। দশম ক্রিকেটের হিসেবে নিজের শততম টেস্টে শতরান পেয়েছেন তিনি।

এর আগে ২০১৭ সালে ব্যাঙ্গালোরের মাটিতে নিজের শততম ওডিআই ম্যাচ খেলতে নেমে ভারতের বিরুদ্ধে শতরান করেছিলেন ডেভিড ওয়ার্নার। এবার নিজের অফফর্ম কাটিয়ে শততম টেস্টেও শতরান করার কীর্তি গড়লেন তিনি। এর আগে নিজের শততম টেস্ট ও ওডিআই ম্যাচে শতরান করার কীর্তি ছিল শুধুমাত্র কিংবদন্তি ক্যারিবিয়ান ক্রিকেটার গর্ডন গ্রিনিচের। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এমন রেকর্ড করেছেন ওয়ার্নার। প্রতিবেদনটির লেখার সময় তিনি পেরিয়ে গিয়েছেন দেড়শো রানের গণ্ডিও। সঙ্গে ৭৩ রানে অপরাজিত স্টিভ স্মিথ।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর