ট্রেন থেকে ছোড়া জলের বোতলেই ঘটল সর্বনাশ! প্রাণ হারাল বছর ১৪-র বালক, কীভাবে ঘটল মৃত্যু?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : একেই বলে ভাগ্য! নিয়তি কার কপালে কী লিখে রেখেছে তা জানার ক্ষমতা নেই কারোরই। গুজরাতের রাজকোটের এক সাম্প্রতিক ঘটনায় সে কথাই আবারও প্রমাণিত হল। এক মুহূর্তের মর্মান্তিক ঘটনায় মৃত্যু হল ১৪ বছরের বালকের। রেললাইনের (Indian Railways) পাশে খেলার সময়ে চলন্ত দ্রুতগতির ট্রেন থেকে ছোড়া একটি জল ভর্তি বোতল বুকে এসে লাগতেই মৃত্যু হয় ওই বালকের। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

ট্রেন (Indian Railways) থেকে ছোড়া জলের বোতলে বালকের মৃত্যু গুজরাতে

সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, রাজকোটের শাপার-ভেরাভাল এলাকায় সোমবার ঘটে ওই ঘটনা। সে সময়ে এক বন্ধুর সঙ্গে বাড়ির বাগানে খেলছিল বছর ১৪-র বাদল সন্তোষভাই ঠাকুর। খেলতে খেলতে আপন খেয়ালে রেললাইনের কাছাকাছি চলে যায় তারা। সে সময়ই ওই লাইন দিয়ে দ্রুত গতিতে ছুটে আসছিল ভেরাভাল-বান্দ্রা ট্রেন (Indian Railways)। ওই ট্রেনেরই একটি কামরা থেকে এক ব্যক্তি জল ভর্তি বোতল ছুড়ে মারেন রেললাইনের দিকে।

A 14 year old boy died due to Indian Railways accident

কী হয়েছে ঘটনাটি: বোতলটি লাইনে না পড়ে ছিটকে এসে সজোরে লাগে পাশে খেলতে থাকা বাদলের বুকে। সেই আঘাতে সঙ্গে সঙ্গে জ্ঞান হারায় ওই বালক। তড়িঘড়ি তাকে এক নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশও উপস্থিত হয় হাসপাতালে। জানা যাচ্ছে, প্রথমে ঘটনাটিকে সাধারণ হার্ট অ্যাটাক বলে মনে করা হয়েছিল। তবে পরবর্তীতে পুলিশি তদন্ত এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ থেকে জানা যায়, ট্রেন (Indian Railways) থেকে ছোড়া জলের বোতলই প্রাণঘাতী হয়ে উঠেছিল বালকের জন্য।

আরো পড়ুন : অর্থনীতিতে স্নাতকোত্তর, তাক লাগানো কর্মজীবন! চমকে দেবে RBI-এর নয়া ডেপুটি গভর্নর পুনম গুপ্তার পরিচয়

হয়েছে দেহের ময়নাতদন্ত: রাজকোটের সিভিল হাসপাতালে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হলে প্রাথমিক ভাবে জানা যায়, বুকে সজোরে কোনো বস্তুর আঘাতেই মৃত্যু হয়েছে ওই বালকের। সংবাদ মাধ্যম সূত্রে খবর, বাবা মায়ের একমাত্র সন্তান ছিল বছর ১৪-র বাদল। জানা গিয়েছে, তারা আসলে মধ্যপ্রদেশের বাসিন্দা। কিন্তু ব্যবসা সূত্রে বিগত দু বছর ধরে গুজরাতে বসবাস করছে তার পরিবার।

আরো পড়ুন : জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস মধ্যবিত্তের, কেন্দ্রকে তুলোধনা করে প্রতিবাদের ডাক মমতার

এই ঘটনায় শাপার পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে বলে খবর। গাফিলতির কারণে মৃত্যুর জন্য ট্রেনের অজ্ঞাত যাত্রীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় শোকের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X