বাংলাহান্ট ডেস্ক: জুলাইয়ের বর্ষায় দেশের বিভিন্ন জায়গাতেই বন্য পশুপাখিদের প্রকাশ্য রাস্তায় বেরিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। এমনই এক দৃশ্য দেখা গেল তামিলনাড়ুর (tamil nadu) কোয়েম্বাটুর জেলার থোন্ডামুথুরের নরসিপুরম গ্রামে। একটি ১৫ ফুট লম্বা শঙ্খচূড়কে (king cobra) দেখা যায় রাস্তায় বেরিয়ে ঘুরতে।
এভাবে প্রকাশ্য রাস্তায় শঙ্খচূড় ঘুরতে দেখে গ্রামবাসীরা খবর দেয় বন বিভাগে। বন বিভাগের কর্মীরা এসে সাপটিকে ধরে সিরুভানি অরণ্যে ছেড়ে দেয়। তবে বিশালাকার সাপটিকে উদ্ধারের সময় তার ফণা তোলা দেখে প্রথমে ভয় পেয়ে যান বন বিভাগের কর্মীরাও। আসলে এই অঞ্চলে পাওয়া শঙ্খচূড়টির আকারের জন্য কর্মীদের সাপটিকে ধরতে বেশ বেগ পেতে হয়।
Tamil Nadu: A 15-feet-long King Cobra was rescued from Narasipuram village in Thondamuthur, Coimbatore by Forest Department today. It was later released into Siruvani forest area. pic.twitter.com/dmyT2lUIRq
— ANI (@ANI) July 11, 2020
সাপ উদ্ধারের ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। নেটিজেনরা নানা রকম মন্তব্য করেছেন। একজন লিখেছেন, সাপটিকে উদ্ধার করা হয় নাকি মানুষদের সাপটির হাত থেকে উদ্ধার করা হয়। এর আগে বন বিভাগের এক অফিসারের খালি হাতে কোবরা ধরার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
Cobra was rescued? Or people were rescued from Cobra? 🤔🙄
— Mjay K ⚔️🛡 (@IndigoKing25) July 11, 2020
No doubt he is a KING COBRA…as a king cobra he is there to eat and swallow the other VENOMOUS SANGHI SNAKES, thus bringing down their population. (FYI…favourite food of king cobras or other snakes).🤣🤣🤣
— Enough Is Enough (@gopisys) July 12, 2020
ভিডিওতে দেখা যায় টালির ছাদের ওপর সাপটিকে দেখে প্রথমে তিনি কয়েকটি টালি সরান। তারপর একটি লাঠির সাহায্যে সাপটির লেজ ধরে একটি ব্যাগে ভরে ফেলেন। গোয়ার এই ভিডিওটি তুমুল ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
A clinical and fuss-free cobra rescue operation by forest officials in Cotigao Wildlife Sanctuary, Goa. (Via WA)
It's not always a tiger, leopard or an elephant that foresters have to deal with!@susantananda3 @AnkitKumar_IFS @IFS_Officers @IfsSitanshu @aakashbadhawan pic.twitter.com/8JYIVuPdB2
— Shailendra Singh (@s_singh_ifs) May 21, 2020
প্রসঙ্গত, বর্ষাকালে সাপের গর্তে বৃষ্টির কারনে জল জমে যায়। জলের মধ্যে সাপ বেশিদিন বাঁচতে পারে না। সেই কারনেই তারা বাইরে বেরিয়ে আসে এবং জঙ্গুলে এলাকায় নিজেদের লুকিয়ে রাখে। যে এলাকা থেকে বন বিভাগ সাপটিকে উদ্ধার করে সেখানে শঙ্খচূড়ের বাস রয়েছে। বর্ষাকালে এখানে প্রায়শই বিষধর সাপ বেরোতে দেখা যায়।