তামিলনাড়ুর রাস্তায় ১৫ ফুট লম্বা শঙ্খচূড়, বিশালাকার সাপটি ধরার ছবি ভাইরাল নেটদুনিয়ায়

বাংলাহান্ট ডেস্ক: জুলাইয়ের বর্ষায় দেশের বিভিন্ন জায়গাতেই বন‍্য পশুপাখিদের প্রকাশ‍্য রাস্তায় বেরিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। এমনই এক দৃশ‍্য দেখা গেল তামিলনাড়ুর (tamil nadu) কোয়েম্বাটুর জেলার থোন্ডামুথুরের নরসিপুরম গ্রামে। একটি ১৫ ফুট লম্বা শঙ্খচূড়কে (king cobra) দেখা যায় রাস্তায় বেরিয়ে ঘুরতে।
এভাবে প্রকাশ‍্য রাস্তায় শঙ্খচূড় ঘুরতে দেখে গ্রামবাসীরা খবর দেয় বন বিভাগে। বন বিভাগের কর্মীরা এসে সাপটিকে ধরে সিরুভানি অরণ‍্যে ছেড়ে দেয়। তবে বিশালাকার সাপটিকে উদ্ধারের সময় তার ফণা তোলা দেখে প্রথমে ভয় পেয়ে যান বন বিভাগের কর্মীরাও। আসলে এই অঞ্চলে পাওয়া শঙ্খচূড়টির আকারের জন‍্য কর্মীদের সাপটিকে ধরতে বেশ বেগ পেতে হয়।

IMG 20200714 200027

সাপ উদ্ধারের ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। নেটিজেনরা নানা রকম মন্তব‍্য করেছেন। একজন লিখেছেন, সাপটিকে উদ্ধার করা হয় নাকি মানুষদের সাপটির হাত থেকে উদ্ধার করা হয়। এর আগে বন বিভাগের এক অফিসারের খালি হাতে কোবরা ধরার ভিডিও ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়।

https://twitter.com/MarkKumar3/status/1281911479600480256?s=19

https://twitter.com/gopisys/status/1282156041459752961?s=19

ভিডিওতে দেখা যায় টালির ছাদের ওপর সাপটিকে দেখে প্রথমে তিনি কয়েকটি টালি সরান। তারপর একটি লাঠির সাহায‍্যে সাপটির লেজ ধরে একটি ব‍্যাগে ভরে ফেলেন। গোয়ার এই ভিডিওটি তুমুল ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, বর্ষাকালে সাপের গর্তে বৃষ্টির কারনে জল জমে যায়। জলের মধ‍্যে সাপ বেশিদিন বাঁচতে পারে না। সেই কারনেই তারা বাইরে বেরিয়ে আসে এবং জঙ্গুলে এলাকায় নিজেদের লুকিয়ে রাখে। যে এলাকা থেকে বন বিভাগ সাপটিকে উদ্ধার করে সেখানে শঙ্খচূড়ের বাস রয়েছে। বর্ষাকালে এখানে প্রায়শই বিষধর সাপ বেরোতে দেখা যায়।


Niranjana Nag

সম্পর্কিত খবর