ফের বিপদের আশঙ্কা! পৃথিবীর দিকে দ্রুত ধেয়ে আসছে ১৫০ ফুটের দৈত্যাকার গ্রহাণু, সতর্কতা জারি NASA-র

বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একটি চাঞ্চল্যকর তথ্য সামনে আনল NASA (National Aeronautics and Space Administration)। যেটি জানার পর রীতিমতো প্রবল উৎকণ্ঠায় রয়েছেন সকলে। গত মঙ্গলবার NASA-র তরফে জানানো হয় যে, এবার ১৫০ ফুটের এক দৈত্যাকার গ্রহাণু (Asteroid) দ্রুতবেগে ধেয়ে আসছে পৃথিবীর দিকে। ওই গ্রহাণুরটির নাম দেওয়া হয়েছে “2023 FZ3″।

পাশাপাশি, আরও জানানো হয়েছে গ্রহাণুটির আকার এতটাই বড় যে, একটি আস্ত বিমান সেটিতে থেকে যেতে পারবে। ওই গ্রহাণুটি ঘণ্টায় ৬৭,৬৫৬ কিলোমিটার বেগে পৃথিবীর দিকে এগিয়ে আসছে এবং ৪১,৯০,০০০ কিলোমিটার দূরত্বে এটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি স্থানে থাকবে। তবে, NASA তার রিপোর্টে বলেছে, এই গ্রহাণুটি পৃথিবীর জন্য কোনো ভয়ের কারণ হবে না।

যদিও, NASA-র জেট প্রপালশন ল্যাবরেটরি সম্প্রতি উল্লেখ করেছে যে, আগামী দিনে কিছু গ্রহাণু পৃথিবীর খুব কাছে আসতে পারে। রিপোর্ট অনুযায়ী, পৃথিবীর দিকে আসা গ্রহাণুগুলির মধ্যে দু’টি গ্রহাণু ৪ এপ্রিল পৃথিবীর কাছ দিয়ে যাবে। এদিকে,  Asteroid 2023 FZ3 ছাড়াও, Asteroid 2023 FU6, Asteroid 2023 FS11, Asteroid 2023 FA7 এবং Asteroid 2023 FQ7 আগামী দিনে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি পৌঁছবে।

নাসার অ্যাস্টরয়েড ওয়াচ ড্যাশবোর্ড দ্বারা পৃথিবীর অপেক্ষাকৃত কাছাকাছি আসতে পারে এমন ধূমকেতু এবং গ্রহাণুগুলিকে ট্র্যাক করা হয়। ওই ড্যাশবোর্ডে গ্রহাণুর পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসার তারিখ, আপেক্ষিক আকার, পৃথিবী থেকে দূরত্ব এবং সেটির আনুমানিক ব্যাস প্রদর্শিত হয়।

Asteroid 2

এদিকে, পৃথিবীর আশেপাশে থাকা প্রায় ৩০,০০০ বিভিন্ন আকারের গ্রহাণুকে (যার মধ্যে ৮৫০ টিরও বেশি গ্রহাণুর আকার এক কিলোমিটারের বেশি) ইতিমধ্যেই শনাক্ত করে সেগুলিকে সুসংবদ্ধ করে তাদের “নিয়ার আর্থ অবজেক্টস” (NEOs) লেবেল দেওয়া হয়েছে। পাশাপাশি, জানানো হয়েছে, আগামী ১০০ বছরের মধ্যে এগুলির কোনোটিই পৃথিবীর জন্য ভয়ের কারণ হবে না।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর